HS Result 2025: উচ্চমাধ্যমিকে রাজ্যে প্রথম
উচ্চমাধ্যমিকে রাজ্যে প্রথম রুপায়ন পাল । আজ বেলা ১২টা ৩০ মিনিটে সাংবাদিক বৈঠক করে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করলো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ফল প্রকাশ করলেন।
তিনি জানান, প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছেন রুপায়ন পাল। বর্ধমান সিএমএস হাই স্কুলের ছাত্র। প্রাপ্ত নম্বর ৪৯৭। দ্বিতীয় ৪৯৬ পেয়ে কোচবিহার বক্সিরহাট উচ্চ বিদ্যালয়ের তুষার দেবনাথ। তৃতীয় রাজর্শী অধিকারী। প্রাপ্ত নম্বর ৪৯৫। হুগলির থেকে। চতুর্থ স্থানে শ্রিজিতা ঘোষাল। প্রাপ্ত ৪৯৪।
উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশউচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ
Posted by Sangbad Ekalavya on Wednesday, May 7, 2025
প্রকাশিত হল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। বেলা ১২টা ৩০ মিনিটে সাংবাদিক বৈঠক করে ফল করলো পর্ষদ। উচ্চ মাধ্যমিকে পাসের হার ৯০.৭৯%, গতবারের থেকে বেশি। ছেলে- ৯২.৭%, মেয়েদের ৮৮.১২%। পাশে হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর। এরপর উত্তর ২৪ পরগনা, তৃতীয় স্থানে কলকাতা। সল্টলেকে বিদ্যাসাগর ভবনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা। মার্কশিট পাওয়া যাবে ৮ মে অর্থাৎ বৃহস্পতিবার। ফল প্রকাশ করছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৯.৪৬%। যা গতবারের থেকে বেশি। বাণিজ্য বিভাগে ৯৭.৫২ শতাংশ। কলা বিভাগে ৮৮.২৫ শতাংশ। বেলা ২টা থেকে দেখা যাবে ফল। আগামীকাল পাওয়া যাবে মার্কশিট।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊