প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল
প্রকাশিত হল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। বেলা ১২টা ৩০ মিনিটে সাংবাদিক বৈঠক করে ফল করলো পর্ষদ।
রাজ্যের চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় কে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পাশে সর্বদা থাকার জন্য। শিক্ষামন্ত্রী থেকে সচিব সকলকেই প্রেস কনফারেন্সের শুরুতেই ধন্যবাদ জানান উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
উচ্চমাধ্যমিক পরীক্ষার ৫০ দিনের মাথায় ফল প্রকাশ করলো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। মোট পরীক্ষার্থী ৪৮২৯৪৮ জন পরীক্ষার জন্য আবেদন করেছে। চলতি বছরে ৩ মার্চ থেকে শুরু হয়েছিলউচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ১৮ মার্চ। এ বছরই বার্ষিক ব্যবস্থায় শেষ উচ্চ মাধ্যমিক নেওয়া হয়েছে। এর পর চালু সেমেস্টার ব্যবস্থা।
এই বছরই শেষ বার্ষিকভাবে প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। রিভিউ এবং স্ক্রুটিনির জন্য এবারেও রয়েছে তৎকাল পরিষেবা । তৎকাল স্ক্রুটিনি ও রিভিউর জন্য আবেদন করা যাবে ৮ মে রাত ১২টা থেকে ১১মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ।
উচ্চ মাধ্যমিকে পাসের হার ৯০.৭৯%, গতবারের থেকে বেশি। ছেলে- ৯২.৭%, মেয়েদের ৮৮.১২%। পাশে হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর। এরপর উত্তর ২৪ পরগনা, তৃতীয় স্থানে কলকাতা। সল্টলেকে বিদ্যাসাগর ভবনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা। মার্কশিট পাওয়া যাবে ৮ মে অর্থাৎ বৃহস্পতিবার। ফল প্রকাশ করছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৯.৪৬%। যা গতবারের থেকে বেশি। বাণিজ্য বিভাগে ৯৭.৫২ শতাংশ। কলা বিভাগে ৮৮.২৫ শতাংশ। বেলা ২টা থেকে দেখা যাবে ফল। আগামীকাল পাওয়া যাবে মার্কশিট।
দেখুন সাংবাদিক বৈঠক সরাসরি:
উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশউচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ
Posted by Sangbad Ekalavya on Wednesday, May 7, 2025
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊