HS Result 2025: কোচবিহার থেকে মেধা তালিকায় ৬, দ্বিতীয় কোচবিহারের তুষার


HS Result



HS Result 2025: কোচবিহার থেকে মেধা তালিকায় ৬, দ্বিতীয় কোচবিহারের তুষার। উচ্চমাধ্যমিকে রাজ্যে প্রথম রুপায়ন পাল । আজ বেলা ১২টা ৩০ মিনিটে সাংবাদিক বৈঠক করে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করলো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ফল প্রকাশ করলেন। 


তিনি জানান, প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছেন রুপায়ন পাল। বর্ধমান সিএমএস হাই স্কুলের ছাত্র। প্রাপ্ত নম্বর ৪৯৭। দ্বিতীয় ৪৯৬ পেয়ে কোচবিহার বক্সিরহাট উচ্চ বিদ্যালয়ের তুষার দেবনাথ। তৃতীয় রাজর্শী অধিকারী। প্রাপ্ত নম্বর ৪৯৫। হুগলির থেকে। চতুর্থ স্থানে শ্রিজিতা ঘোষাল। প্রাপ্ত ৪৯৪। 


উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2025 কোচবিহার জেলা: 
রাজ্যে দ্বিতীয় স্থান
তুষার দেবনাথ 496
বক্সিরহাট হাইস্কুল

রাজ্যে পঞ্চম স্থান
ঐশিকি দাস, 493
মনীন্দ্র নাথ হাইস্কুল

সপ্তম স্থান
প্রিয়াঙ্কা বর্মন 491
( নগর ডাকালী গঞ্জ)

অষ্টম স্থান 
কৃষ্টি সরকার 490
মনীন্দ্র নাথ হাইস্কুল 
রিনা দাস, 490
মনিন্দ্র নাথ হাইস্কুল।

নবম স্থান
সত্যেম বণিক 489
রামভোলা হাইস্কুল
উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ

Posted by Sangbad Ekalavya on Wednesday, May 7, 2025