গর্ভে যমজ সন্তান নিয়ে বলিউড গানে ডান্স করে নজর কাড়লেন হবু মা

Viral Video


গর্ভে যমজ সন্তান নিয়ে বলিউড গানে ড্যান্স করে নজর কাড়লেন তরুণী। উন্মুক্ত স্ফীতোদর, গর্ভে যমজ সন্তান। আর তা নিয়ে নাচ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সোনম দয়া নামের এক হবু মা। অন্তঃসত্ত্বা অবস্থায় এই ভাবে নাচার যৌক্তিকতা নিয়ে প্রচুর প্রতিক্রিয়া ধেয়ে এসেছে ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিয়োয়। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি সংবাদ একলব্য।

প্রতিবেদনে বলা হয়েছে, খ্যাতনামী কোরিয়োগ্রাফার এবং সমাজমাধ্যম প্রভাবী আদিল খানের সঙ্গে ‘ডিং ডং ডিং’ গানের তালে নাচতে দেখা গিয়েছে এক হবু মাকেও। তাঁর নাম সোনম দয়া। জানা গেছে, সোনম এক জন নৃত্যশিল্পী, চিকিৎসক এবং দুই সন্তান রয়েছে তাঁর গর্ভে।

ভাইরাল হওয়া ভিডিয়ো দেখে সমাজমাধ্যম ব্যবহারকারীদের একাংশ উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। কারণ তাঁরা এই ধরনের নাচের ভঙ্গিকে বিপজ্জনক বলে মনে করেছিলেন। কেউ কেউ সোনমকে অসাবধান বলে মন্তব্য করেছিলেন। কিন্তু সোনম নিজেই সমস্ত দুর্ভাবনা উড়িয়ে আশ্বস্ত করেছেন তাঁদের। এক জন চিকিৎসক হওয়ার কারণে তিনি ভিডিয়োয় পোস্ট করে লেখেন, গর্ভাবস্থায় ব্যায়াম নিরাপদ এবং উপকারী, যদি সঠিক ভাবে করা হয়।




নেট নাগরিকদের একাংশ সোনমের প্রশংসা করেছেন আবার অনেকেই অন্তঃসত্ত্বা অবস্থায় এরকম নাচ দেখে বিস্মিত হয়েছেন।