অপারেশন সিঁদুরের পরেই দেশে হামলার চেষ্টা! পাকিস্তানের ‘রেডার সিস্টেম’ই ধ্বংস করল ভারত
পহেলগাম কাণ্ডের পর পাকিস্তানে অপারেশন সিঁদুর ভারতের। আর এই এই অপারেশনের পরেই মধ্যরাতে ভারতে হামলার চেষ্টা পাকিস্তানের। দেশের ১৫টি শহরে হামলার চেষ্টা পাকিস্তানের বলেই খবর। কিন্তু ভারতীয় সেনার তৎপরতায় তা বানচাল করে দেওয়া গিয়েছে। উল্টে পাকিস্তানেরই কয়েকটি জায়গার ‘এয়ার ডিফেন্স রেডার সিস্টেম’ ধ্বংস করে দিয়েছে ভারত। বৃহস্পতিবার বিবৃতি জারি করে এ কথা জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।
জানানো হয়েছে, বুধবার রাতে এবং বৃহস্পতিবার সকালে ভারতের কয়েকটি জায়গায় সেনাছাউনিতে ড্রোন এবং মিসাইল হামলার ছক কষেছিল পাকিস্তান। তার মধ্যে রয়েছে শ্রীনগর, পঠানকোট, অমৃতসর, লুধিয়ানা এবং চণ্ডীগড়। জানা যাচ্ছে হামলা চালাতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা। কিন্তু Integrated Cpunter UASS Grid এবং Air Defence Sysytem-এর সাহায্যে তাদের হামলার চেষ্টা ব্যর্থ করে দেয় ভারত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাকিস্তানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ উদ্ধার করা হচ্ছে।
লাহৌরের Air Defence System পুরোপুরি ধ্বংস করে দেওয়া গিয়েছে। পহেলগামে সন্ত্রাসবাদী হানায় ২৬ জনের মৃত্যুর পরে জঙ্গিদের জবাব দিতেই মঙ্গলবার রাতে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায় ভারত। মাত্র ২৫ মিনিট অভিযানে পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের মূল ভূখণ্ডে মোট ৯টি জঙ্গি শিবির গুঁড়িয়ে দিয়েছে ভারত।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊