SSC মামলায় সাময়িক স্বস্তি পেল রাজ্য ও এসএসসি!

Highcourt


SSC মামলায় সাময়িক স্বস্তি পেল রাজ্য ও এসএসসি। ২৬ হাজার চাকরি বাতিল মামলায় রাজ্য ও এসএসসির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। আর সেই মামলা শুনল না কলকাতা হাই কোর্ট। বুধবার আদালতে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সুপ্রিম কোর্ট ওই মামলা শুনবে।

হাইকোর্টের পর্যবেক্ষণ সুপ্রিমকোর্ট হাইকোর্টের রায়ে কিছুটা বহাল আবার কিছুটা খারিজ করেছে। তাই আদালতের নির্দেশ মানা হয়েছে কিনা তা সুপ্রিমকোর্ট দেখবে। মামলাকারীদের দাবি ছিল, হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও পদক্ষেপ করেনি এসএসসি বা স্কুল শিক্ষা দফতর।

যদিও এসএসসি এবং শিক্ষা দফতরের তরফে শুরু থেকেই সওয়াল করে দাবি করা হয়েছিল, সংশ্লিষ্ট মামলার গ্রহণযোগ্যতা নেই। কারণ, এই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। তাই মামলা করতে হলে হলে সর্বোচ্চ আদালতে যেতে হবে মামলাকারীদের। অন্য দিকে, মামলাকারীদের আইনজীবীর যুক্তি ছিল, আদালতের নিজস্ব ক্ষমতা রয়েছে অবমাননার মামলা শোনার। সেই আবহে শেষমেশ আদালত অবমাননার মামলা শুনল না কলকাতা হাই কোর্ট।