India-Pakistan War: পাকিস্তান ও বাংলাদেশকে ঝাঁঝালো আক্রমণ দিলীপ ঘোষের

Dilip Ghosh's scathing attack on Pakistan and Bangladesh


India-Pakistan War: পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে ঢুকে ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। এই পরিস্থিতিতে পাকিস্তানের তরফে পাল্টা জবাবের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে পাক আগ্রাসন রুখতে পুরোদস্তুর তৈরি ভারত। এদিকে বর্তমান পরিস্থিতি নিয়ে এবার পাকিস্তান ও বাংলাদেশকে ঝাঁঝালো আক্রমণ দিলীপ ঘোষের। সেই সঙ্গে নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি তাঁর রোষ থেকে বাদ গেল না বাম-কংগ্রেসও।


দিলীপ ঘোষ বাংলাদেশ প্রসঙ্গে বলেন, "ওরা ভুলে গেছে পাকিস্তান যখন ওদের উপর অত্যাচার চালিয়েছে, ওদের মা-বোনের উপর অত্যাচার করেছে আমাদের কয়েক হাজার সেনার প্রাণের বিনিময়ে আমরা ওদের স্বাধীন করেছিলাম। তাদের মা-বোনেদের সম্মান বাঁচিয়েছিলাম। না হলে আজ ওদের শেষ করে দিত। ওরা পাকিস্তানের বুটের নিচে থাকত। ওরা নিমকহারাম। ইসলামের নামে সারা বিশ্বের কিছু দেশকে এক করার চেষ্টা চলছে। তাই বাংলাদেশ বা তুরস্ক এই ধরনের কথাবার্তা বলছে। এটাই একদিন ওদের কাছে কাল হবে। যদি ওরা ঠিক পথে চলত তাহলে তো কেউ না কেউ পাকিস্তানের পাশে দাঁড়াত। সবাই বুঝে গেছে মৌলবাদের নামে সন্ত্রাসবাদকে প্রমোট করছে পাকিস্তান। তাই গোটা দুনিয়া আজ ওদের বিরুদ্ধে। হাতেও মারা হচ্ছে ভাতেও মারা হচ্ছে।"


দিলীপ ঘোষের আরও জানিয়েছেন- "পাকিস্তান তাঁর জন্ম থেকেই হিংসার রাজনীতি করে আসছে। আতঙ্কবাদ তাদের রাজনীতি। ভারতের পিছনে লেগে থাকা তাদের রাজনীতি। চিরদিন বর্ডারের নাগরিকদের ওপর সেলিং করা তাদের জমি ফসল নষ্ট করা, এই সব করে এসেছে। এখন ওখানে রেলিং দেওয়ায় এইপাশে আসতে পারে না। ওদের সেনার ভারতের সঙ্গে লড়ার দম নেই। ভারত কোনওদিন সন্ত্রাসবাদে মদত দেয়নি। ভারত এবং মোদীর পিছনে সবাই আছে। পাকিস্তানের সেনারা হু হু করে চাকরি ছাড়ছে। সেনাপ্রধান পরিবারকে অন্য দেশে নিরাপদ আশ্রয়ে পাঠাচ্ছেন। ওদের নিজের দেশের ভিতরে বালুচিস্তান বা তালিবান গ্রুপকে সামলাতে পারছে না। তাই এই সব করে একটু ভয় দেখানোর চেষ্টা করছে। এতে ওদের হিতে বিপরীত হবে।"