শেষ ওভারে ধোনির ছক্কায় রুপকথা, ইডেনে কলকাতাকে হারালো চেন্নাই

csk vs KKR


শেষ ওভারে ধোনির ছক্কায় ইডেনে রূপকথা চেন্নাইয়ের! রুদ্ধশ্বাস ম্যাচে পরাস্ত কেকেআর। বুধবার ইডেন গার্ডেন সাক্ষী থাকলো। ম্যাচের শুরুতেই জাতীয় সঙ্গীত বেজে উঠলো। অপারেশন সিঁদুরে সেনা বাহিনীকে সম্মান জানাতে এই উদ্যোগ। ফাঁকে ফাঁকে বাজলো দেশাত্মবোধক গান। আর এই ম্যাচেই শেষ ওভারে অসাধারণ জয় পেল চেন্নাই সুপার কিংস। ফের একবার ধোনির লম্বা ছক্কা ফিনিশারের দুরন্ত ভূমিকা নিল।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কলকাতা নাইট রাইডার্স। ১০৩ রানে ৪ উইকেট খুইয়ে ফেলে কেকেআর। আজিঙ্কা রাহানে ৪৮ রানের ইনিংস খেলেন। এরপর রাসেলের ২১ বলে ৩৮ রানের দুর্দান্ত ইনিংস। মনীশ পাণ্ডে করে ৩৮। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৯ রান তুলল কলকাতা। এদিন চেন্নাইয়ের হয়ে ৪টি উইকেট নেয় নুর আহমেদ।

জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে চলতে চলতেই চলে গেল পাঁচ উইকেট। ১০ ওভারে রান উঠল ৯৩। এদিন আইপিএলে অভিষেক ম্যাচেই ১১ বলে ৩১ রানের দুরন্ত ইনিংস খেলেন উর্বির প্যাটেল। বৈভবের এক ওভারেই খেলার মোড় ঘুরিয়ে দেয় ব্রেভিস। ৩০ রান তোলে একটি ওভারেই। মাঠে যখন ধোনি ও দুবে তখন সিএসকের জয় নিশ্চিত। ছয় মেরে যেন জয়ের আশা বাড়িয়ে দিল দুবে। কিন্তু পরের বলেই ৪৫ রান করে ফেলেন তিনি। দুই বল পরে নুর আহমেদও (২) ফিরলেন। শেষ ওভারে বাকি ছিল ৮ রান।ধোনির শটটা রকেটের মতো বলটাকে ছিটকে দিল মিড উইকেটে। এরপর এক রান নিয়ে জয়ের জন্য শেষ রান নিতে স্ট্রাইকে যান কম্বোজ। চার মেয়ে জয় ছিনিয়ে নেয় সিএসকে।