তাজমহলের আদলে সেল্ফি জোন দিনহাটায়, স্বাগত গেটের সাথেই হবে উদ্বোধন জানালেন উদয়ন গুহ
স্বাগত তোরণদ্বারের পর এবার সেল্ফি জোন। দিনহাটা শহরে ঢোকার মুখে গেটের কাজ চলছে দ্রুতগতিতে। শীঘ্রই হবে উদ্বোধন। এর মাঝেই আরও এক সুখবর শোনালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। দিনহাটায় তাজমহলের আদলে হতে চলেছে সেল্ফি জোন।
স্বাগত তোরণদ্বার (দিনহাটা গেট) এবং সেল্ফি জোনের উদ্বোধনের অপেক্ষা আর মাত্র দুই সপ্তাহের। এমনটাই জানাচ্ছেন মন্ত্রী উদয়ন গুহ। দিনহাটা গেটের পর এবার সেল্ফি জোন শুনেই যেন দিনহাটাবাসী আনন্দে ভাসছে।
এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সোশ্যাল মিডিয়ায় জানান, দিনহাটার নতুন প্রজন্মের জন্য, তাজমহলের আদলে সেল্ফি জোন। ঠিক দুই সপ্তাহের অপেক্ষা। একই দিনে, একই জায়গায় স্বাগত তোরণদ্বার এবং সেল্ফি জোনের উদ্বোধন।
তবে এই সেল্ফি জোন কোথায় হবে সে বিষয়ে কিছু জানাননি মন্ত্রী। পাশাপাশি ঠিক কত তারিখ কখন উদ্বোধন তাও স্পষ্ট হয়নি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊