Latest News

6/recent/ticker-posts

Ad Code

সন্ত্রাসবাদী হামলাকে যুদ্ধ হিসেবে দেখবে ভারত! এই পথেই হাঁটছে দেশ, বলছে সূত্র

সন্ত্রাসবাদী হামলাকে যুদ্ধ হিসেবে দেখবে ভারত! এই পথেই হাঁটছে দেশ, বলছে সূত্র 

India soldier


দেশে যেকোনো সন্ত্রাসবাদী হামলাকে যুদ্ধ হিসেবে দেখবে ভারত এমন সিদ্ধান্তের পথেই হাঁটছে ভারত। সঙ্গে হবে প্রত্যাঘাতও। ভারত-পাকিস্তান সংঘাতের আবহে এমনটাই সিদ্ধান্ত নিতে চলেছে ভারত সরকার। বিভিন্ন সংবাদ মাধ্যম সরকারি সূত্র উল্লেখ করে এমনটাই জানাচ্ছে। 

গত তিন দশকে একাধিক বড় বড় সন্ত্রাসবাদী হামলার সাক্ষী থেকেছে এই দেশ। ট্রেনে বিস্ফোরণ থেকে সমুদ্রনগরীতে এলোপাথাড়ি গুলি, রক্তাক্ত হয়েছে কাশ্মীর, রক্ত পড়েছে সেনার। পুলওয়ামা থেকে পাঠানকোট, উধমপুর থেকে পহেলগাঁও, স্বজনহারা হয়েছে একের পর এক পরিবার। তবে এবার কড়া পদক্ষেপের পথে মোদি সরকার। দেশের মাটিতে সন্ত্রাসহানাকে যুদ্ধ হিসেবে গণ্য করে প্রত্যাঘাত করবে তারা।

দেশের মাটিতে যে কোনও নাশকতা হামলাকে যুদ্ধ হিসেবে দেখে ইজরায়েলও। এবার সেই পথেই হাঁটতে চলেছে ভারত। এই নীতি গ্রহণ করেছিলেন ইজরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ার। সেই নীতিই এবার গ্রহণ করল কেন্দ্র। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code