সংঘর্ষ বিরতির পরেও ফের বিস্ফোরণের শব্দ! কোথায় সংঘর্ষ বিরতি? প্রশ্ন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর

Ind pak war


ভারত-পাকিস্তান সংঘর্ষে বিরতির ঘোষনা হয়েছে তারপরেও শ্রীনগরের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। শনিবার রাত ৯টার কিছু আগে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সমাজমাধ্যমে জানান, শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন তিনি। সংঘর্ষ বিরতির পরেও কি সংঘর্ষ বিদ্যা লঙ্ঘন?

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সমাজমাধ্যমে জানান, শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন তিনি। অস্ত্রবিরতির কী হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওমর। কিছু সময় পরে একটি ভিডিয়োও সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেন ওমর। সেখানে ওমর লেখেন, “কোন অস্ত্রবিরতি চলছে না। শ্রীনগরের এয়ার ডিফেন্স ইউনিটগুলি আবার চালু হয়েছে।” জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর এই পোস্টগুলির কিছু সময় আগেই সংবাদ সংস্থা রয়টার্স দাবি করেছে, জম্মু শহরেও বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে।

শনিবার নতুন করে উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে ব্ল্যাক আউট করা হয়েছে বলে খবর। যুদ্ধ বিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। সংঘর্ষ বিরতি ভেঙে জম্মুতে পাক সেনার গুলি-মর্টার।জম্মুর বেশ কয়েকটি এলাকায় লাগাতার পাক গুলি-মর্টার। জম্মুতে আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাক সেনার গুলি। এমনটাই বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে।

সংবাদ সংস্থা এএনআই ব্ল্যাক আউটের কথা জানিয়েছে।