মহাকালহাট উচ্চ বিদ্যালয় সংলগ্ন বাজারে পুলিশ অভিযান

Police raid in market adjacent to Mahakalhat High School


দিনহাটা:

বিদ্যালয় চত্বরে ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রির বিরুদ্ধে পুলিশের অভিযান। মহাকালহাট উচ্চ বিদ্যালয় সংলগ্ন বাজারে বিদ্যালয় চত্বর থেকে ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রির বিরুদ্ধে কঠোর অভিযান চালালো সাহেবগঞ্জ থানার পুলিশ। মঙ্গলবার এই অভিযানে চারটি দোকান থেকে প্রায় তিন হাজার টাকার তামাকজাত পণ্য জব্দ করা হয়।

বিদ্যালয়, কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানের আশেপাশে ১০০ মিটারের মধ্যে সিগারেট, পান, জর্দা, মশালসহ যেকোনো তামাকজাত দ্রব্য বিক্রি আইনত নিষিদ্ধ। তবে এই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে অবৈধভাবে তামাকপণ্য বিক্রি হচ্ছিল মহাকালহাট বাজারে। এমতাবস্থায়, স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে অভিযান শুরু করে পুলিশ। অভিযানে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র, সাহেবগঞ্জ থানার ওসি অজিত কুমার শা, বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিএমওএইচ ডাক্তার শান্তনীল দত্ত ও মেরাজ উদ্দিন আহমেদ সহ পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিষয়ে পুলিশ জানায়, আইন অনুযায়ী বিদ্যালয়ের আশেপাশে তামাকজাত দ্রব্য বিক্রি কঠোরভাবে নিষিদ্ধ। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। এদিন জব্দকৃত পণ্যের মধ্যে সিগারেট, পান-মশলা ও জর্দা উল্লেখযোগ্য।