ভারত মাতা মোড় থেকে ‘বিশ্বাস কলোনি মোড়’, বিতর্কে উত্তাল শিলিগুড়ি

ভারত মাতা মোড় থেকে ‘বিশ্বাস কলোনি মোড়’, বিতর্কে উত্তাল শিলিগুড়ি



রাতের আঁধারে ফের নাম বদলের ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির মাটিগাড়া এলাকায়। সদ্য পরিবর্তিত ‘ভারত মাতা মোড়’-এর নাম অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের হাতে বদলে হয়ে গেল ‘বিশ্বাস কলোনি মোড়’। কে বা কারা এই নাম পরিবর্তনের কাজ করেছে, তা এখনও জানা যায়নি। ঘটনার জেরে রাজনৈতিক ও সামাজিক মহলে তৈরি হয়েছে বিতর্কের ঝড়।

সোমবার বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে পাকিস্তান মোড় নামক একটি মোড়ের নাম পরিবর্তন করে রাখা হয় ‘ভারত মাতা মোড়’। তবে ওই জায়গাটি সরকারি নথি অনুযায়ী ‘বিশ্বাস কলোনি’ নামে পরিচিত বলে জানিয়েছেন মাটিগাড়া বিডিও। তাঁর বক্তব্য, “পাকিস্তান মোড় নামে কোনও অফিসিয়াল নাম নেই। কোনো এলাকাকে নতুন করে নামকরণ করতে হলে তা গ্রাম পঞ্চায়েতের সাধারণ সভায় আলোচনার মাধ্যমে অনুমোদন পেতে হয়।”

এই প্রক্রিয়া উপেক্ষা করেই একের পর এক ব্যক্তি বা সংগঠনের ইচ্ছেমতো মোড়ের নাম পরিবর্তনের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ না থাকায় যে কেউ এসে ইচ্ছেমতো নাম বদলে যাচ্ছে, যা আইনের পরিপন্থী।

এবিষয়ে প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ বা তদন্তের কথা ঘোষণা করা হয়নি। তবে নামকরণ নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য বা সংঘাতের ইঙ্গিত থাকায় পরিস্থিতির উপর কড়া নজর রাখছে স্থানীয় প্রশাসন।