Madhyamik 2026 Routine: আগামী বছর কবে থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা? রুটিন জানালো পর্ষদ 


Madhyamik Routine 2026


২রা মে প্রকাশিত হয়েছে ২০২৫-এর মাধ্যমিক পরীক্ষার ফল। আর আজ পর্ষদের তরফে জানিয়ে দেওয়া হল আগামী বছর অর্থাৎ ২০২৬-এর মাধ্যমিক পরীক্ষার সূচি। শুক্রবার ২০২৫ সালের মাধ্যমিকের ফলপ্রকাশ করা হলেও ২০২৬ সালের পরীক্ষার রুটিন ঘোষণা করেনি পর্ষদ। পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় শুধু আশ্বাস দিয়েছেন যে খুব দ্রুত আগামী বছরের মাধ্যমিক রুটিন দেওয়া হবে। আর সেই মতোই আজ বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষার রুটিন জানালো পর্ষদ।


আগামী বছর ২রা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। ১১ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে লিখিত পরীক্ষা। এরপর ১২ ই ফেব্রুয়ারি অপশনাল বিষয়ের পরীক্ষা হবে। পাশাপাশি জানানো হয়েছে সময়ও। সকাল ১০:৪৫ থেকে শুরু হবে পরীক্ষা। পরীক্ষা শেষ হবে দুপুর ২টায়।

মাধ্যমিক রুটিন ২০২৬

২ই ফেব্রুয়ারি, ২০২৬ : প্রথম ভাষা

৩ই ফেব্রুয়ারি, ২০২৬: দ্বিতীয় ভাষা

৬ই ফেব্রুয়ারি, ২০২৬: ইতিহাস

৭ই ফেব্রুয়ারি, ২০২৬: ভূগোল

৯ই ফেব্রুয়ারি, ২০২৬: গণিত

১০ই ফেব্রুয়ারি, ২০২৬: ভৌত বিজ্ঞান

১১ই ফেব্রুয়ারি, ২০২৬: জীববিজ্ঞান

১২ই ফেব্রুয়ারি, ২০২৬: অপশনাল ইলেকটিভ


পাশাপাশি জানানো হয়েছে শারীর শিক্ষা ও সোশ্যাল সার্ভিস এবং হাতের কাজ পরীক্ষার সূচি পরে জানানো হবে।