বাসন্তীরহাট শিশু মন্দিরে অনুষ্ঠিত হলো রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব

Rabindra's birth anniversary festival held at Basantirhat Shishu Mandir



বাসন্তীরহাট শিশু মন্দিরে অনুষ্ঠিত হলো রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন সমিতির সদস্য রবীন্দ্রনাথ রক্ষিত, শ্রীজি মিশনের সম্পাদক সুবর্ণ শেখর সাহা, অঙ্কন শিক্ষক উদয় শঙ্কর সাহা, গোবিন্দ বনিক,ভানু চক্রবর্তী, শিক্ষক নীহার চক্রবর্তী সহ আরও অনেকে সংস্কৃতি প্রেমী মানুষ।

সংবর্ধনা দেওয়া হয় বিশিষ্ট বাউল শিল্পী মধূসুদন আর্য্য ও রবীন্দ্র প্রেমী ফনিল শর্মাকে। এছাড়া বিদ্যলয়ের ছাত্র ছাত্রী নাচ,গান, আবৃত্তি, যোগাসন, ব্রতচারী নাচ,যেমন খুশি সাজো ও অভিভাবিকাদের দিদি নম্বর ওয়ান খেলা।

বাসন্তীর হাট কুমুদিনী উচ্চবিদ্যালয়ে ২০২৪—২০২৫ শিক্ষা বর্ষের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতি দুই ছাত্র বিপ্লব বর্মন এবং হিমাদ্রি ঠাকুর চৌধুরীকেও সংবর্ধনা দেওয়া হয়।

সকাল দশটায় শুরু হয় অঙ্কন প্রতিযোগিতা বিদ্যালয়ের ও বিদ্যালয়ের বাইরের শিক্ষার্থীদের নিয়ে। এর পর আবৃত্তি প্রতিযোগিতা হয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে।

উদ্বোধনী ভাষন দিতে গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ রক্ষিত জানান বিদ্যালয়ে শিক্ষার পাশাপাশি নীতি শিক্ষাও আমাদের বিদ্যালয়ে শেখানো হয়। নাচ গান আবৃত্তি ক্যারাটে যোগা শেখানা হয় শিশুদের বৌদ্ধিক,মানসিক ও শারিরীক বিকাশের জন্য। তিনি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে স্বগত জানার পাশাপাশি বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি কামনা করেন।