Operation Sindoor এর পর পাঞ্জাবের বায়ুসেনা ঘাঁটিতে নরেন্দ্র মোদী

pm modi


পহেলগাঁও কাণ্ডের পর ভারত এবং পাকিস্তানের সংঘর্ষে সংঘর্ষ বিরতির মাঝে আজ সকালে পাঞ্জাবের বায়ুসেনা ঘাঁটিতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বায়ুসেনার জওয়ানদের সঙ্গে বেশ কিছু ক্ষণ কথাও বলেন প্রধানমন্ত্রী।

ভারত-পাক সংঘর্ষ আবহে এই বায়ুসেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। কিন্তু ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বায়ুসেনার তৎপরতায় সেই হামলা প্রতিহত করা হয়েছে।

এক্স হ্যান্ডলে বায়ুসেনাঘাঁটিতে জওয়ানদের সঙ্গে নিজের ছবি পোস্ট করেন মোদী। তিনি লেখেন, ‘‘মঙ্গলবার সকালে আদমপুরের বায়ুসেনাঘাঁটিতে গিয়েছিলাম। আমাদের বাহাদুর জওয়ানদের সঙ্গে দেখা করলাম। যাঁরা পাকিস্তানের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে, বাহাদুরির সঙ্গে লড়াই করেছে, তাঁদের সঙ্গে সাক্ষাৎ আমার কাছে এক বিশেষ অভিজ্ঞতা। সেনাবাহিনীর প্রতি গোটা দেশ কৃতজ্ঞ। তারা দেশের সুরক্ষার জন্য সর্বদা প্রস্তুত।’’

২২ এপ্রিল পহেলগাঁওকাণ্ডের পর গত ৭ মে পাকিস্তানের মাটিতে প্রত্যাঘাত করে ভারত। অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশ সিঁদুর’। তার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক অস্থিরতা তৈরি হয়। পাক হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত। গত শনিবার থেকে চলছে সংঘর্ষ বিরতি।