Madhyamik Result 2025: প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফল


Madhyamik Result


Madhyamik Result 2025: প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফল। সকাল ৯টায় মধ্যশিক্ষা পর্ষদের তরফে সাংবাদিক বৈঠক শুরু হয়েছে। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে এই বৈঠকে। পরে সম্পূর্ণ ফলাফল ওয়েবসাইটে আপলোড করা হবে। 


২০২৪-এ মোট ১৪৫ জনের পরীক্ষা বাতিল হয়েছিল। চলতি বছরে সেই সংখ্যা কমে হয়েছে ১৯ জন, যাদের পরীক্ষা বাতিল করা হয়েছে। ২০২৫-এর মাধ্যমিক পরীক্ষায় মোট ৯,৮৪,৭৫৩ জন নাম নথিভুক্ত করেছে। এদের মধ্যে ছাত্র ৪,২৮,৮০৩ জন এবং ছাত্রী ৫,৫৫,৯৫০। গত বছরের তুলনায় এ বছরের মাধ্যমিকে ৬৫ হাজারের বেশি পড়ুয়া পরীক্ষা দিয়েছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ন’লক্ষের বেশি। 


চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ১০ ফেব্রুয়ারি, শেষ হয়েছে ২২ ফেব্রুয়ারি। মোট ৬৯ দিনের মাথায় ফল প্রকাশ করা হচ্ছে। এ বারের পরীক্ষা ২,৬৮৩ কেন্দ্রে নেওয়া হয়েছিল। ৪২৩ জন কাস্টোডিয়ান প্রশ্নপত্রের দায়িত্বে ছিলেন। 


মাধ্যমিকে পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর। কালিম্পং, কলকাতা, পশ্চিম মেদিনীপুর এই চার জেলায় পাসের হারের নিরিখে ক্রমান্বয়ে শীর্ষে রয়েছে। প্রথম দশে ৬৬ জন। জানালেন রামানুজ গঙ্গোপাধ্যায়। প্রথম রায়গঞ্জ থেকে অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬। মালদা জেলায় দুজন ক্যান্ডিডেট রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির মালদা এখান থেকে অনুপম বিশ্বাস ও বাঁকুড়ার সৌম্য পাল। ৬৯৪ প্রাপ্ত নম্বর। তৃতীয় স্থানে বাঁকুড়ার ঈশানি চক্রবর্তী। প্রাপ্ত ৬৯৩। চতুর্থ স্থানে পূর্ব বর্ধমানের মহম্মদ সেলিম, সুপ্রতীক মান্না। পঞ্চম স্থানে চার জন। হুগলির সিমচান নন্দী, চৌধুরী মহম্মদ আসিফ, দীপ্তজিৎ ঘোষ, দক্ষিন চব্বিশ পরগনার সৌমিত্র করণ। ষষ্ট স্থানে আলিপুরদুয়ারের অন্চ দে। বাঁকুড়ার জ্যোতি প্রসাদ চ্যাটার্জি, ২৪ পরগণার অঙ্কন মণ্ডল। দক্ষিণ চব্বিশ পরগনার অর্ঘদীপ মণ্ডল।