Latest News

6/recent/ticker-posts

Ad Code

মাধ্যমিকে প্রথম রায়গঞ্জ থেকে অদৃত সরকার

মাধ্যমিকে প্রথম রায়গঞ্জ থেকে অদৃত সরকার

Madhyamik Result 2025


প্রথম দশে ৬৬ জন। জানালেন রামানুজ গঙ্গোপাধ্যায়। ২০২৪-এ মোট ১৪৫ জনের পরীক্ষা বাতিল হয়েছিল। চলতি বছরে সেই সংখ্যা কমে হয়েছে ১৯ জন, যাদের পরীক্ষা বাতিল করা হয়েছে। ২০২৫-এর মাধ্যমিক পরীক্ষায় মোট ৯,৮৪,৭৫৩ জন নাম নথিভুক্ত করেছে। এদের মধ্যে ছাত্র ৪,২৮,৮০৩ জন এবং ছাত্রী ৫,৫৫,৯৫০। গত বছরের তুলনায় এ বছরের মাধ্যমিকে ৬৫ হাজারের বেশি পড়ুয়া পরীক্ষা দিয়েছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ন’লক্ষের বেশি। 
 

প্রথম রায়গঞ্জ থেকে অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬। মালদা জেলায় দুজন ক্যান্ডিডেট রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির মালদা এখান থেকে অনুভব বিশ্বাস ও বাঁকুড়ার সৌম্য পাল। ৬৯৪ প্রাপ্ত নম্বর। তৃতীয় স্থানে বাঁকুড়ার ঈশানি চক্রবর্তী। প্রাপ্ত ৬৯৩। চতুর্থ স্থানে পূর্ব বর্ধমানের মহম্মদ সেলিম, সুপ্রতীক মান্না। পঞ্চম স্থানে চার জন। হুগলির সিমচান নন্দী, চৌধুরী মহম্মদ আসিফ, দীপ্তজিৎ ঘোষ, দক্ষিন চব্বিশ পরগনার সৌমিত্র করণ। ষষ্ট স্থানে আলিপুরদুয়ারের অন্চ দে। বাঁকুড়ার জ্যোতি প্রসাদ চ্যাটার্জি, ২৪ পরগণার অঙ্কন মণ্ডল। দক্ষিণ চব্বিশ পরগনার অর্ঘদীপ মণ্ডল।



নবম স্থানে কোচবিহারের দেবাঙ্কন দাস, উত্তর দিনাজপুরের মৃন্ময় বসাক, দক্ষিন দিনাজপুরের অনিক সরকার, বাঁকুড়ার অরিত্রি মণ্ডল, বীরভূমের দিশা ঘোষ, পূর্ব বর্ধমানের ময়ূখ বসু, পরমব্রত মণ্ডল, হুগলির অয়ন নাগ, পশ্চিম মেদিনীপুর থেকে অঙ্কুশ জানা, পূর্ব মেদিনীপুরের দ্যূতিময় মণ্ডল, পূর্ব মেদিনীপুরের ঐশিক জানা, নদীয়ার প্রজ্জ্বল দাস, উত্তর ২৪ পরগণার অনীশ দাস, হুগলির তানয়া সুলতানা। 



দশম স্থানে উত্তর দিনাজপুরের কৌস্তুভ সরকার, মালদার আমিনা বানু, বাঁকুড়ার প্রিয়ম পাল, তুহিন হালদার, বীরভূমের দেবায়ন ঘোষ, শেখ আরিফ মণ্ডল, সাম্যক দাস, পূর্ব বর্ধমানের স্বাগত সরকার, হুগলির অয়ন্তিকা সামন্ত, পূর্ব মেদিনীপুরের সমন্বয় দাস, পূর্ব মেদিনীপুরের বিষ্ণু সামন্ত, সায়ন দেজ, সোহম সাতরা, দক্ষিণ ২৪ পরগণার সৌভিক দিন্দা, রাহুল রিকতিয়াজ।  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code