উত্তরাখন্ডে হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে রহস্য, মৃত ৫ আহত ২

Mystery surrounding helicopter crash in Uttarakhand, 5 dead, 2 injured


অপারেশন সিঁদুরের পর যখন বিশ্বজুড়ে চর্চা শুরু ঠিক সেসময় উত্তরাখন্ডে হেলিকপ্টার দূর্ঘটনা নিয়ে রহস্য দানা বাঁধছে।

গাড়োয়াল বিভাগীয় কমিশনার বিনয় শঙ্কর পান্ডে জানিয়েছেন- উত্তরাখণ্ডের (Uttarakhand Helicopter Crash) উত্তরকাশির গংনানি এলাকায় একটি হেলিকপ্টার ভেঙে পড়ে। ভয়াবহ সেই দুর্ঘটনায় মৃত্যু হয় ৫ জনের (এখনও পর্যন্ত)। গুরুতর আহত আরও ২ জন।

উত্তরকাশিতে হেলিকপ্টার ভেঙে পড়তেই চাঞ্চল্য ছড়ায়। শুরু হয় উদ্ধার কাজ। দেখা যায়, ভেঙে পড়া হেলিকপ্টারে ছড়িয়ে ছিটিয়ে রক্ত পড়ে রয়েছে। ঘটনাস্থলে এসডিআরএফ পৌঁছেছে। এসডিআরএফের তদারকিতে শুরু হয়েছে উদ্ধার কাজ। হেলিকপ্টার ভেঙে পড়তেই যে ২ জনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে, তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। সেখানেই চলছে চিকিৎসা।

উত্তরকাশী জেলায় হেলিকপ্টার দুর্ঘটনার বিষয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, "ত্রাণ ও উদ্ধার কাজের জন্য এসডিআরএফ এবং জেলা প্রশাসনের দলগুলি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছেছে। আমি প্রশাসনকে আহতদের সম্ভাব্য সকল সহায়তা প্রদান এবং দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছি।"

কী কারণে হঠাৎ করে হেলিকপ্টারটি ভেঙে পড়ে, সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও তথ্য মেলেনি। হেলিকপ্টার ভেঙে পড়ার কারণ নিয়ে চলছে তদন্ত।