সফল অপারেশন সিঁদুর, জাতীয় পতাকা নিয়ে উল্লাস পানাগড় বাসীর

Panagar


পানাগড়:- 

গত কয়েকদিন আগে কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত্যু হয় অন্তত ২৬ জন পর্যটকের। ঘটনার পর জঙ্গিদের মদত দেওয়ার জন্য পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ ওঠে। শুরু হয় ঘটনার পাল্টা জবাব দেওয়ার প্রক্রিয়া। মধ্যরাতে ভারতীয় সেনা জওয়ানরা পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের সীমানা লাগোয়া যে সমস্ত জঙ্গি ঘাটি ছিল প্রায় সাতটি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেয়। এই ঘটনায় বেশ কিছু জঙ্গির মৃত্যু হয়েছে বলে সেনা সূত্রে জানা গিয়েছে। 


আজ সকাল থেকেই গোটা ভারতবর্ষ জুড়ে এই খবর ছড়িয়ে পড়তেই উল্লাসে মেতে ওঠেন দেশের মানুষ।সেইমতো পানাগড় বাজারেও জাতীয় পতাকা হাতে নিয়ে ‍র‍্যালি করেন এলাকার মানুষজন। 


এদিন পানাগড় বাজারের রণডিহা মোড় থেকে একটি বাইক র‍্যালি পানাগড় বায়ুসেনা ছাউনির সামনে গিয়ে বায়ু সেনা জওয়ানদের ধন্যবাদ জ্ঞাপন করে।পাশাপাশি চলে একে অপরকে মিষ্টি মুখ করার পালা। পানাগড় বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে বাজি ফাটিয়ে চলে আনন্দ উল্লাস।