স্বামী-স্ত্রীর একসঙ্গে ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য দিনহাটায়
স্বামী-স্ত্রীর একসঙ্গে ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো দিনহাটা ১ নম্বর ব্লকের বড়শৌলমারি গ্রাম পঞ্চায়েতের ছিটমদনাকুড়া এলাকায়। শনিবার সকালে এই ঘটনা ঘটেছে। মৃত ওই দম্পতির নাম মিঠুন মিয়া(২২) এবং সাহিদা বিবি(১৮)। কি কারনে একসাথে ওই দম্পতির মৃত্যু ঘটেছে তা নিয়ে তদন্তে নেমেছে দিনহাটা থানার পুলিশ। পুলিশ ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে আর্থিক অনটনের জন্যে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তির জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলেই অনেকের ধারণা।
ঘটনার বিবরণের জানা গিয়েছে, বছর দুই আগে বড়শৌলমরির ছিট মদনাকুড়া এলাকার যুবক মিঠুন মিয়া প্রতিবেশী সাহিদা বিবির সঙ্গে বিয়ে হয়। সংসারের আর্থিক অনটন ছাড়াও অন্যান্য বিষয় নিয়ে স্বামী- স্ত্রীর মধ্যে একটা মনোমালিন্য চলছিল। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের উদ্যোগে বেশ কয়েক দফায় আলোচনা হয়। কিন্তু স্বামী- স্ত্রীর মধ্যে যে মনোমালিন্য তা অব্যাহত ছিল। এদিন সকালে মিঠুনের মা আসমা বিবি স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিশেষ কাজে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন তার ছেলে এবং ছেলের বউ উভয়েই বাড়ির একটি ঘরে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তার চিৎকারে আশপাশের মানুষজন ছুটে আসে। খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনার স্থলে ছুটে যায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।
কি কারনে এই নব দম্পতির এভাবে মৃত্যু ঘটলো তা নিয়ে তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।
এ বিষয়ে বড়শৌলমারী গ্রাম পঞ্চায়েত সদস্য খাদিজা বেগম বলেন, বছর দুই আগে ওই দম্পতির বিয়ে হয়েছে। বিয়ের পরের থেকেই সংসারে আর্থিক অনটন ছিল। এছাড়াও নানা বিষয় নিয়ে তাদের ঝামেলা চলছিল। বেশ কয়েক দফায় গ্রাম পঞ্চায়েত তরফ থেকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু আজকে এভাবে স্বামী-স্ত্রী একসঙ্গে মৃত্যু ঘটবে এটা সত্যি বিস্ময়কর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊