স্বনির্ভর গোষ্ঠীকে "আনন্দ ধারা " প্রকল্পের চেক বিতরণ।( CIF disbursement camp) ।

CIF স্বনির্ভর গোষ্ঠীকে "আনন্দ ধারা " প্রকল্পের চেক বিতরণ


নিজস্ব সংবাদদাতা, তপন বর্মন:

আজ কোচবিহার জেলার দিনহাটা ২নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসের মুক্ত মঞ্চে আনুষ্ঠানিকভাবে ব্লকের অন্তর্গত বারোটি গ্রাম পঞ্চায়েতের মোট ৮২ টি স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে মধ্যে ১ কোটি ২ লক্ষ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হল। রাজ্য সরকারের "আনন্দ ধারা" প্রকল্প থেকে এই চেক বিতরন করা হয়।

স্বনির্ভর গোষ্ঠীর আর্থিক উন্নয়ন ও স্বনির্ভর করে গড়ে তোলাই এর উদ্দেশ্য।

প্রসঙ্গত পশ্চিমবঙ্গে,আনন্দ ধারা প্রকল্পের মূল উদ্দেশ্য হল গ্রামীণ এলাকার দরিদ্র পরিবারের নারীদের সংগঠিত করে স্থিতিশীলভাবে কর্মসংস্থান ও মজুরিভিত্তিক কর্মসংস্থানের মাধ্যমে তাদের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি করে দারিদ্র্য হ্রাস করা। এই উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান।

স্বনির্ভর গোষ্ঠীগুলি জানান তারা এই টাকা দিয়ে দলগত বা ব্যক্তি গত ভাবে কোন লাভজনক ব্যবসা করতে পারবেন। এতে তাদের আর্থিক উন্নতি ঘটবে।

প্রতিটি স্বনির্ভর গোষ্ঠীকে বার্ষিক ৬ শতাংশ সুদের হারে এই টাকা দেওয়া হল। মাসিক কিস্তির মাধ্যমে ২ বছরে এই টাকা তারা পরিশোধ করতে পারবে।


আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা ২নং ব্লক সভাপতি সুভাষিণী বর্মন, বিডিও নিতিশ তামাং, জয়েন্ট বিডিও রোহন বিশ্বকর্মা ও রাজমনি রায়, এবং গ্রাম পঞ্চায়েত প্রধান অভিজিৎ বর্মন সহ অনেকেই।