বড় সাফল্য! গাঁজা পাচার ব্যর্থ করে আগ্নেয়াস্ত্র সহ গাঁজা উদ্ধার BSF-এর 

BSF


পশ্চিম চামটা সীমান্তে বিএসএফ-এর সফল অভিযান, গাঁজা ও আগ্নেয়াস্ত্র ফেলে পালাল ভারতীয় চোরাকারবারীরা। ভারত-বাংলাদেশ সীমান্তের পশ্চিম চামটা এলাকায় বিএসএফ-এর তৎপরতায় ব্যর্থ হল মাদক পাচারের চেষ্টা। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে রবিবার দুপুরে অভিযান চালায় বিএসএফ-এর ৭৮ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। ওই সময় চোরাকারবারীদের একটি দল সীমান্তে গাঁজা পাচার করার চেষ্টা করছিল বলে বিএসএফ সূত্রে খবর।




অভিযান টের পেয়ে পাচারকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। তারা ফেলে রেখে যায় ১২.২৫ কেজি গাঁজা, একটি দেশীয় তৈরি ৭.৬৫ এমএম পিস্তল, চারটি কার্তুজ এবং একটি মোবাইল ফোন। এসব সামগ্রী পরে উদ্ধার করে বিএসএফ।




বিএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে ভারতীয় চোরাকারবারীরা বাংলাদেশে গাঁজা পাচারের জন্য সক্রিয় ছিল। তবে সীমান্ত এলাকায় বিএসএফ-এর নজরদারির কারণে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়।




সংস্থার তরফে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ পাচার ও অপরাধমূলক কার্যকলাপ রুখতে কড়া নজরদারি চালানো হচ্ছে। চোরাকারবারীদের চিহ্নিত করে ধরতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।