মাদ্রাসা ফাজিলে রাজ্যে দ্বিতীয় শামসুন নাহারকে সংবর্ধনা বিধায়কের

Malda News


চাঁচল,মালদা:

মাদ্রাসায় দ্বিতীয় স্থান অধিকার, শামসুন নেহারের সাফল্যে উচ্ছ্বসিত পরিবার, সম্বর্ধনা জানালেন বিধায়ক। বাড়িতে পাঁচ ভাই বোন। বাবা পেশার মাদ্রাসার শিক্ষক। সাধারণ মধ্যবিত্ত পরিবার। ছোট থেকেই পড়াশোনায় মেধাবী শামসুন নাহার। কিন্তু মাদ্রাসার ফাজিলের ফলাফল সামনে আসার পর তাক লাগিয়ে দিয়েছে এলাকায়। ৭৭৬ নম্বর পেয়ে মাদ্রাসা বোর্ডে রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে চাঁচল ২ নং ব্লকের শোলমারির শামসুন নেহার। তার এই সাফল্যে উচ্ছ্বাসিত পরিবারের লোকেরা।

রবিবার তাকে সম্বর্ধনা জানাতে বাড়িতে যান মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি,চাঁচল ২ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শান্তনু চক্রবর্তী, চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু।

শামসুন্ নাহার জানিয়েছেন তার স্বপ্ন বড় হয়ে চিকিৎসক হওয়ার। বিধায়ক রহিম বক্সি আশ্বাস দিয়েছেন চিকিৎসক হওয়ার জন্য ভবিষ্যতে যা সাহায্যের প্রয়োজন সমস্তটা তিনি করবেন।শামসুন নাহারের সাফল্য উচ্ছ্বসিত গোটা এলাকা।