কাশ্মীরে জঙ্গি হামলার পর নিরাপত্তা জোরদার, সতর্ক শিলিগুড়ি ও এনজেপি স্টেশন চত্বর

NJP, new jalpaiguri station,



কাশ্মীরে সাম্প্রতিক জঙ্গি হামলার পর দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনা, বায়ু ও নৌ বাহিনীর পাশাপাশি সক্রিয় হয়েছে পুলিশ ও রেল পুলিশ। উত্তরবঙ্গেও এর প্রতিফলন স্পষ্ট। শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশন এবং আশেপাশের সীমান্তবর্তী অঞ্চলে চলছে বাড়তি নজরদারি।

সেনাবাহিনীর পাশাপাশি বিশেষ তৎপরতা নিচ্ছে রেল পুলিশ। যাত্রী ও রেলকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশনে নজরদারি বাড়ানো হয়েছে। লাগানো হয়েছে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা, তল্লাশি চালানো হচ্ছে স্টেশন চত্বর ও ট্রেনগুলিতে। সন্দেহভাজন কাউকে দেখলেই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বাহিনী।

এনজেপি স্টেশন সংলগ্ন এলাকাগুলি ভূগোলগত দিক থেকে গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে একাধিক সীমান্তের কাছাকাছি সংযোগপথ, ফলে কোনওরকম অনুপ্রবেশ বা নাশকতা রুখতে প্রশাসনের সতর্ক দৃষ্টি।

সংশ্লিষ্ট এক নিরাপত্তা আধিকারিক জানিয়েছেন, “আমরা যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। সাধারণ মানুষের নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার।”

উত্তরবঙ্গে যাত্রীদের মধ্যে নিরাপত্তা নিয়ে আশ্বাস জাগলেও কিছুটা উদ্বেগও লক্ষ্য করা যাচ্ছে। তবে প্রশাসনের দাবি, প্রতিটি স্তরে নজরদারি কড়া, এবং সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে।