কবে প্রকাশিত হবে YPTRC পরীক্ষার ফল?
পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর মেধা পরীক্ষা YPTRC পরীক্ষার ফলের অপেক্ষায় হাজার হাজার ছাত্রছাত্রী। কোচবিহার জেলা জুড়ে OMR Based এই মেধা পরীক্ষায় অংশগ্রহণ করেছিল প্রায় দুই হাজার পরীক্ষার্থী। সকলেই ফলের অপেক্ষায় রয়েছে। তবে এবার ফলের খবর মিললো। জানা যাচ্ছে আজ ১৫ই ডিসেম্বর ২০২৫ অথবা আগামীকাল ১৬ই ডিসেম্বর ২০২৫ তারিখে ফল প্রকাশিত হবে।
পরীক্ষা নিয়ামক টিকেন বর্মনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এক সপ্তাহ আগেই ফল প্রকাশ হয়ে যেত কিন্তু কিছু টেকনিক্যাল সমস্যার কারণে আমরা ফল প্রকাশ করতে পারিনি। দু-একদিনের মধ্যেই ফল প্রকাশ করা হবে। তবে নির্দিষ্ট করে সময় বলাটা অসুবিধা হচ্ছে। সবকিছু প্রস্তুত। সব প্রক্রিয়া শেষ। একটু টেকনিক্যাল সমস্যার রয়েছে আজকালকের মধ্যে মিটে গেলেই ফল প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, এবছর ২৪শে আগস্ট ও ২৪ শেষ অক্টোবর দুইদিন দুই ধাপে অনুষ্ঠিত হয়েছিল YPTRC পরীক্ষা। প্রায় ২০০০ ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। পরীক্ষার পর সাধারণত একমাস পরেই ফল প্রকাশ করে সংস্থা। সেই মতোই এবারের ফল প্রকাশ হবে। বিস্তারিত আপডেট পেতে সংস্থার তরফে থেকে অফিশিয়াল ফেসবুক পেজ নজরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊