পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে দিনহাটায় প্রধান শিক্ষকদের সংবর্ধনা
পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি, দিনহাটা ১ নং চক্রের পক্ষ থেকে আজ ১ নং চক্রের সমস্ত প্রধান শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়। ছোটশাকদল জুনিয়ার বেসিক স্কুলে বিকাল ৩ টা থেকে এই অনুষ্ঠান শুরু হয়।
ছোটশাকদল জুনিয়ার বেসিক স্কুলের ছাত্রীদের সমবেত নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি কোচবিহার জেলা সভাপতি সুব্রত নাহা, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি, দিনহাটা ১ নং চক্রের সভাপতি সুশান্ত বর্মন, শিক্ষক ধনঞ্জয় রায়, শিক্ষিকা চুমকি লাহা সরকার সহ আরও অনেকে।
এদিন দিনহাটা ১ নং চক্রের সভাপতি সুশান্ত বর্মন জানান, আমরা যখন ৭-৮ বছর আগে প্রধান শিক্ষক হিসাবে যোগ দেই তখন আমাদের সংবর্ধনা দেওয়া হয়নি। আমরা বিভিন্ন শিক্ষকের কাছে মতামত নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছি। এই অনুষ্ঠানের জন্য প্রত্যেক শিক্ষকই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, এইজন্য তাদের ধন্যবাদ জানাই।
এদিনের সম্বর্ধনা পেয়ে অত্যন্ত আনন্দিত প্রধান শিক্ষকরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊