চাকরিহারাদের ডিআই অফিস অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার! 

Burdwan news


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-

চাকরিহারাদের ডিআই অফিস অভিযান কে কেন্দ্র করে ধুন্ধুমার বর্ধমান শহরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ কয়েকজন চাকরি হারা।পরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা। সেখানেও বাঁধা পেয়ে,পরে কার্জন গেটের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান চাকরি হারারা। সেখানেও পথ চলতি সাধারণ মানুষদের সাথে তর্কবিতর্কে জড়িয়ে পরেন চাকরি হারারা। চাকরি হারাদের আন্দোলনের ফলে দীর্ঘক্ষণ আটকে পরে এম্বুলেন্স। সাধারণ মানুষ।



বুধবার জেলায় জেলায় ডিআই অফিস ঘেরাও অভিযান কর্মসূচি করেন চাকরিহারা। সেইমতো এদিন পূর্ব বর্ধমানেও ডি আই অফিসে অভিযান কর্মসূচি করেন চাকরিহারা।

আজ দুপুরে থেকে বর্ধমান শহরের ডিআই অফিসের সামনে জড়ো হন চাকরি হারারা।

এরপর তারা ডিআই অফিসে ঢুকতে গেলে পুলিশের বাঁধার মুখে পড়তে হয় চাকরি হারা দের।ডিআই অফিসের গেটের সামনে আটকে দেওয়া হয় তাদের। সেই বাঁধা সরিয়ে ডিআই অফিসের ভেতরে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়

চাকরিহারাদের। এরপর তারা সেখানেই টায়ার জ্বালিয়ে আন্দোলন করেন।পরে কার্জন গেটের সামনে বিক্ষোভ দেখান বিক্ষোভ কারিরা। বিক্ষোভ কারিদের বিক্ষোভ চলার ফলে আটকে পরে এম্বুলেন্স সাধারণ মানুষ। এরপরেই সাধারণ মানুষের সাথে চরম তর্কবিতর্কে জড়িয়ে পরেন চাকরি হারারা।