Latest News

6/recent/ticker-posts

Ad Code

গভীর রাতে রাজ্যসভাতেও পাশ ওয়াকফ বিল, রাষ্ট্রপতির অনুমোদন পেলেই আইন

গভীর রাতে রাজ্যসভাতেও পাশ ওয়াকফ বিল, রাষ্ট্রপতির অনুমোদন পেলেই আইন

Waqf bill


বুধবার গভীর রাতে লোকসভায় পাস হয়ে যায় ওয়াকফ বিল তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই বৃহস্পতিবার গভীর রাতে রাজ্য সভাতেও পাস হয়ে গেল ওয়াকফ সংশোধনী বিল। এখন শুধু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরের অপেক্ষা।

বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ রাজ্যসভায় ওয়াকফ বিল নিয়ে আলোচনা শুরু হয়। সংসদীয় বিষয়ক এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর ভাষণের মাধ্যমেই আলোচনা তথা বিতর্কের সূত্রপাত। সমস্ত বিতর্ক এবং সংশোধনী নিয়ে ভোটাভুটি শেষে বৃহস্পতিবার রাত ২টো ১৯ মিনিটে ‘ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৫’ পাশ করানোর প্রস্তাব পেশ করেন সংসদীয় বিষয়ক এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। ১২ ঘন্টারও বেশি সময় ধরে আলোচনার পর ভোটাভুটিতে বিলের পক্ষে পড়েছে ১২৮টি ভোট। আর বিপক্ষে পড়েছে ৯৫টি ভোট। ৩৩ ভোটের ব্যবধানে ওয়াকফ বিল রাজ্যসভায় পাশ হয়ে যায়।

১৯৫৪ সালের আইনকে সংশোধন করে ১৯৯৫ সালে ওয়াকফ বোর্ডের ক্ষমতা অনেকটাই বাড়িয়েছিল ভারত সরকার। কিন্তু ৩০ বছর পরে যে সংশোধনে সিলমোহর দিল ভারতীয় সংসদ, তাতে বোর্ডের ক্ষমতা এবং কার্যকারিতা বদলে যেতে চলেছে। ওয়াকফ আইনের এই সংশোধন ওয়াকফ বোর্ডের ক্ষমতাকে বেনজির ভাবে খর্ব করার জন্যই বলে দাবি বিরোধীদের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code