Latest News

6/recent/ticker-posts

Ad Code

সুপ্রিম কোর্টে বিরাট জয় NIOS DELED চাকরি প্রার্থীদের

সুপ্রিম কোর্টে বিরাট জয় NIOS DELED চাকরি প্রার্থীদের

supreme court



SSC চাকরী বাতিলের খবরের মাঝেই আরও এক বড় খবর সামনে এলো। প্রাথমিকে শিক্ষক নিয়োগে NIOS D.EL.ED. মামলায় বড় রায় দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। জয় হল চাকরি প্রার্থীদের।

সুপ্রিমকোর্টে কৌশিক দাসের মামলায় NIOS DELED করা চাকরি প্রার্থীদের জয় হল। যারা 10.08.2017 এর আগে শিক্ষকতা করতেন, তাঁদের শিক্ষক পদে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 3 মাসের মধ্যে চলতি নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের রায়কে খারিজ করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ সালে প্রাথমিকে ১১,৭৬৫টি শূন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পর্ষদ। অনেক কাঠখড় পুড়িয়ে শীর্ষ আদালতের নির্দেশে ৯৫৩৩ জন চাকরিতে যোগ দেন। যদিও NIOS DELED প্রার্থীদের বাদ দেওয়া হয়। এবার এই প্রার্থীরা আদালতে জয় পেলেন। ৯৫৩৩ জনের যে চাকরি দেওয়া হয়েছে, তাতে হাত না দিয়েই NIOS D.EL.ED. প্রার্থীদের নিয়োগ দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে।

একই সাথে আজ অন্য একটি মামলায় জয় পেয়েছেন 2020-22 D.El.Ed ব্যাচের চাকরি প্রার্থীরা। এই মামলায় রায়দান স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার এই মামলায় রায় দেওয়া হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ, ২০২২ সালে রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলাকালীন যাঁরা ডিএলএড পাশ করেননি কিন্তু পরে করেছেন, তাঁরাও চাকরিতে সুযোগ পাবেন। এর ফলে ২,২৩২টি প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ সংক্রান্ত জটিলতা কাটল।

প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর সুপ্রিম কোর্ট 14 সেপ্টেম্বর 2022 তারিখে উত্তরাখণ্ড হাইকোর্টের গৃহীত রায় এবং আদেশটি বাতিল করে, এর ফলে NIOS থেকে D.EL.ED করা চাকরি প্রার্থীরা প্রাথমিক শিক্ষক নিয়োগের বাইরে চলে যায়। সুপ্রিম কোর্ট নির্দেশে জানিয়েছিল 18 মাসের NIOS থেকে D.EL.ED এবং 2 বছরের D.EL.ED সমতুল্য নয়। তবে এই রায়ের বিপক্ষে আপিল করা যাবে বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত।


এই নির্দেশের পরেই চিন্তায় পড়ে গিয়েছিল এই রাজ্যের NIOS DELED করা চাকরি প্রার্থীরা। কারন চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার অংশ গ্রহণ করেছিলেন TET পাস NIOS থেকে D.EL.ED করা চাকরি প্রার্থীরা। যার ইন্টারভিউ প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। 

অবশেষে আজকের রায়ে মুখে হাসি ফুটলো রাজ্যের NIOS DELED চাকরি প্রার্থীদের। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code