রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ

Udyan Guha


রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। গতকাল বিজেপি নেতা অজয় রায়ের বাড়ি ভাঙচুরের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পোস্ট করে লেখেন 2021 এর বিধানসভা নির্বাচনে জাতীয় মানবাধিকার কমিশন যাকে দুষ্কৃতী ও গুন্ডা আখ্যা দিয়েছিল সেই উদয়ন গুহর গুন্ডাবাহিনী কোচবিহার জেলার বিজেপি নেতা অজয় রায়ের বাড়িতে হামলা চালিয়েছে। 



পাশাপাশি শুভেন্দু অধিকারী বলেন ২০২৬-এ বিধানসভা নির্বাচনে তৃণমূলের রাজনৈতিক মৃত্যু ঘটবে। তার মন্তব্যের পাল্টা জবাবে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, যদি ওর দম থাকে তাহলে 2026 এর ভোটে যেন দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়ে। তারপর জামানত নিয়ে যদি ফিরতে পারে তখন বুঝবো সে সত্যিকারের বিজেপির বড় নেতা।



উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর সরাসরি চ্যালেঞ্জ এবার শুভেন্দু অধিকারীকে তা নিয়েই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেল। এদিন উদয়ন গুহের চ্যালেঞ্জ যদি দম থাকে বিজেপির বড় নেতা হয় তো একবার দিনহাটায় এসে ভোটে জিতুক। এদিন শুভেন্দু অধিকারীর বলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর প্রসঙ্গ টেনে উদয়ন গুহ বলেন, ও তো বলে মাননীয়াকে একবার হারিয়েছি আবার হারাবো, প্রাক্তন করবো। ওর যদি দম থাকে দিনহাটায় এসে দাড়াক। ২০২৬-এ দিনহাটা বিধানসভায় এসে যদি জেতে তবে বুঝবো ও সত্যিকারের বিজেপির বড় নেতা।