দিনহাটার বিজেপি নেতা অজয় রায়ের বাড়ি ভাঙচুরের ঘটনায় CCTV ফুটেজ পোস্ট করে উদয়ন গুহ ও তৃণমূলকে আক্রমণ শুভেন্দু অধিকারীর

Suvendu Adhikari


বিজেপি নেতা অজয় রায়ের বাড়ি ভাঙচুর। অভিযোগের তীর তৃণমূলের দিকে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। জানা যায় ঘটনাটি শুক্রবার সন্ধ্যায় ঘটেছে। দিনহাটাতে বিজেপি নেতা অজয় রায়ের বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার রাত ৭:৩০ মিনিট নাগাদ এই ঘটনায় শোরগোল পড়ে যায় দিনহাটা জুড়ে।

এই বিষয়ে বিজেপির কোচবিহার জেলা সম্পাদক অজয় রায় অভিযোগ করেন, তিনি বাড়িতে ছিলেন না, তার অনুপস্থিতিতে তৃণমূল কংগ্রেস এর দুষ্কৃতীরা তার বাড়ি ভাঙচুর চালায়। তাঁর কথায় চোরের সরকার চুরি ঢাকতে এভাবে সন্ত্রাস করে টিকে থাকতে চাইছে। পুলিশকে আগেই জানিয়ছি কিন্তু পুলিশের ভূমিকা তৃণমূলের ক্যাডারের মতো। এভাবেই অভিযোগ করেন তিনি।

এরপরেই আজ সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতা একটি সিসিটিভি ফুটেজ পোস্ট করেন। যদিও ভিডিও সত্যতা বিচার করেনি সংবাদ একলব্য। শুভেন্দু অধিকারী লেখেন, "২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় সরাসরি যুক্ত থাকার জন্য যাকে জাতীয় মানবাধিকার কমিশন মহামান্য উচ্চ আদালতে জমা দেওয়া রিপোর্টে দুষ্কৃতী ও গুন্ডা আখ্যা দিয়েছিলো, সেই উদয়ন গুহর গুন্ডা বাহিনী কোচবিহারে ভারতীয় জনতা পার্টির নেতা শ্রী অজয় রায়ের বাড়িতে হামলা চালালো। এই ঘটনা সিসিটিভি ক্যামেরায় পরিষ্কার দেখা যাচ্ছে।

পশ্চিমবঙ্গে আর দশ এগারো মাস পরেই হয়তো ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ঘন্টা বাজবে এবং সেটাই হবে তৃণমূল দলের রাজনৈতিক মৃত্যু ঘন্টা। কারণ পশ্চিমবঙ্গের সচেতন ভোটাররা মনস্থির করেই ফেলেছেন এই অর্বাচীন, তোষণবাজ, আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত দলটাকে ২০২৬ এর বিধানসভা নির্বাচনে গণতান্ত্রিক ভাবে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলবে। তাই এখন থেকেই দিকে দিকে সন্ত্রাসের বাতাবরণ তৈরির সবরকম চেষ্টা চালাচ্ছে।

আমি তৃণমূলের গুন্ডাদের জানাতে চাই, এসব করে নিজেদের দুর্নীতিগ্রস্ত সরকারকে টিকিয়ে রাখাতে পারবেন না। বদল হবেই।"

যদিও গতকালকেই এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।