সুপ্রিমকোর্টের নির্দেশে চাকরি বাতিলের পর দিনহাটায় চাকরিহারাদের জমায়েত, কি বললেন তারা?

Dinhata news


সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারা হয়েছেন রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা। এসএসসি ২০১৬-র প্যানেল বাতিলের পরেই কার্যত হাহাকার। কান্নায় ভেঙে পড়েছেন চাকরিহারারা। সূত্রের খবর শুধুমাত্র কোচবিহার জেলায় রয়েছে প্রায় ৫০০ জন চাকরিহারা যাদের নাম ছিল ২০১৬-র তালিকায়। আর তাদের মধ্যে সর্বাধিক চাকরি গিয়েছে দিনহাটা মহকুমায় এমনটাই খবর।

আর এবার চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা দিনহাটা সংহতি ময়দান সংলগ্ন এলাকায় একজোট হয়ে সুপ্রিম কোর্টের সেই বিচার ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ প্রদর্শন করলেন। তাঁদের কথায় রাজ্য এবং কেন্দ্র সরকারের নোংরা রাজনীতির বলি তারা। একই সাথে তাদের যোগ্য সম্মান এবং চাকরি ফেরতের দাবিতে তারা যে কোনো রকম আন্দোলন এমনকি মৃত্যুকে পর্যন্ত বরণ করে নিতে পারে সেই হুমকি দিলেন চাকরিপ্রার্থীরা।

গত বৃহস্পতিবার যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব নয় বলে জানিয়েই রাজ্যের এসএসসি ২০১৬- র পুরো প্যানেল বাতিল করে এই প্যানেল বাতিলের সাথে রাজ্যে চাকরি হারায় ২৬ হাজার চাকরিজীবী।