Today Eartquake: মায়ানমারের ভয়ঙ্কর ভূকম্পনের মাঝেই এবার আতঙ্ক নেপালে

Today Eartquake: মায়ানমারের ভয়ঙ্কর ভূকম্পনের মাঝেই এবার আতঙ্ক নেপালে


মায়ানমারের ভয়ঙ্কর ভূকম্পনের মাঝেই এবার আতঙ্ক নেপালে। শুক্রবার সন্ধ্যা ৭.৫২ নাগাদ তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের প্রতিবেশী দেশ। গোটা উত্তর ভারতে অনুভূত হল এই কম্পন।


রিখটার স্কেলে ৫ মাত্রার এই ভূমিকম্পে এখনো পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর সামনে না এলেও ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে নেপাল জুড়ে।


ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানা যাচ্ছে, শুক্রবার স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭.৫২ নাগাদ হঠাৎ এই কম্পন অনুভব করেন স্থানীয়রা। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটি থেকে প্রায় ২০ কিলোমিটার নিচে। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে গোটা উত্তর ভারতে অনুভূত হয়েছে এই কম্পন।