সেনাবাহিনীর চাকরি জীবন থেকে অবসর নিয়ে দিনহাটায় ফিরতেই সংবর্ধনায় ভাসলেন জওয়ান

সেনাবাহিনীর চাকরি জীবন থেকে অবসর নিয়ে দিনহাটায় ফিরতেই সংবর্ধনায় ভাসলেন জওয়ান


সেনাবাহিনীর চাকরি জীবন থেকে অবসর নিয়ে দিনহাটায় ফিরতেই সংবর্ধনায় ভাসলেন দিনহাটার লাঙ্গলিয়া এলাকার সনৎ হালদার। শুক্রবার সন্ধ্যায় দিনহাটায় ফিরতেই শহরের সংহতি ময়দানে তাকে ঘিরে সংবর্ধনায় ভাসলেন তার পরিবারের লোকেরা পাশাপাশি বন্ধু-বান্ধবরা।

জানা গেছে, দীর্ঘ ১৭ বছর ধরে দেশের সেবায় নিয়োজিত ছিলেন সনৎ। কখনো কাশ্মীর আবার কখনো রাজস্থানে এভাবেই দেশের বিভিন্ন প্রান্তে নাগরিকদের সুরক্ষা প্রদান করে দেশকে রক্ষা করেছেন তিনি। ‌ আর সেই সেনা জওয়ান বাড়ি ফিরতেই তাকে ঘিরে সংবর্ধনা পর্ব ও ফোটো সেশন পর্ব চলল। ‌

এদিন শহরের সংহতি ময়দানে ওই জওয়ানের বাড়ির এলাকার বন্ধু-বান্ধবরা পাশাপাশি তার পরিবারের লোকেরা সেখানে উপস্থিত থেকে তাকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান। এমনকি অভিনব কায়দায় তাকে বাড়িতে নিয়ে যাওয়া হল এদিন। হুড খোলা টোটোয় চাপিয়ে তার বন্ধুরা তাকে বাড়িতে নিয়ে গেলেন।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সনৎ হালদার বলেন, বাড়ি ফিরতে পেরে বেশ ভালই লাগছে। এতদিন দেশের সেবায় নিজেকে নিয়োজিত করে রেখেছিলাম। এদিকে ছেলেকে দীর্ঘদিন বাদে কাছে পেয়ে খুশি তার মা।