SFI-এর প্রতিবাদ মিছিল ঘিরে ধুন্ধুমার

Burdwan news


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:

ফের এসএফাইয়ের প্রতিবাদ মিছিলকে ঘিরে ধুন্ধুমার বর্ধমান শহর। মমতার কুশপুত্তলিকা পোড়ানো কে ঘিরে ধস্তাধস্তি পুলিশ এস এফ আইয়ের। লাঠি চার্জের সাথে মহিলা এস এফ আই কর্মীদের শ্লীলতাহানি করার অভিযোগে ওঠে পুলিশের বিরুদ্ধে।

শীর্ষ আদালতের রায়ে রাজ্যজুড়ে এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল হয়েছে। অবিলম্বে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি দূর্নীতিগ্রস্থদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিলের ডাক দেয় পূর্ব বর্ধমান জেলা এসএফাই। শুক্রবার বিকালে জেলা কার্যালয় থেকে কার্জনগেট চত্বর পর্যন্ত মিছিলে পায়ে পা মেলায় এস এফ আই কর্মীরা। মিছিলের জন্য উপস্থিত ছিল জেলা পুলিশের ডিএসপি পদমর্যাদার আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী। কার্জনগেট চত্বর অবরোধ করে চলছিল বিক্ষোভ, হঠাৎ এসএফআইয়ের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ানো চেষ্টা করলে পুলিশের সঙ্গে শুরু হয় চরম ধস্তাধস্তি। এর জেরেই কার্জনগেট চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং এসএফাইয়ের কর্মী ও সমর্থকদের সরাতে পুলিশ লাঠি উঁচিয়ে তারা করে।

এসএফাইয়ের জেলা সম্পাদিকা উশসি রায় চৌধুরি বলেন, অবিলম্বে চাকরি চ্যুত হওয়া যোগ্য প্রার্থীদের চাকরি ফিরিয়ে দিতে হবে। পুলিশ সেই দূর্নীতিবাজ, চাকরি চোরেদের না ধরে প্রতিবাদীদের আটকাতে ব্যস্ত। উশসির অভিযোগ এদিনের কর্মসূচিতে পুলিশ উদ্দেশ্যেপ্রনদিত ভাবে মহিলা কর্মীদের শীলতাহানী করেছে। ধস্তাধস্তি করেছে। ডিওয়াইএফআই নেতা অর্নিবান রায় চৌধুরি বলেন, এদিনের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হস্তক্ষেপ করেছে, আমাদের কর্মীদের মারধর করেছে। এতে কয়েকজন আহত হয়েছে।