দিনহাটায় জীবন দায়ী ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের
৯০০- র বেশি জীবন দায়ী ওষুধের দাম বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। এরই প্রতিবাদে গোটা রাজ্যের পাশাপাশি দিনহাটাতেও বিক্ষোভ সামিল হলো প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সদস্যরা। শনিবার সকালে দিনহাটা মহকুমা হাসপাতালে বহির্বিভাগের সামনে সংশ্লিষ্ট ওই সংগঠনের চিকিৎসক সদস্যরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
তৃণমূল পরিচালিত ওই সংগঠন নেতৃত্বের দাবি কেন্দ্রীয় সরকার ৯০০ র বেশি জীবন দায়ী ওষুধের দাম বৃদ্ধি করেছে যার ফলে চূড়ান্ত সমস্যায় পড়তে হতে পারে সাধারণ মানুষজনদের। সে কথা মাথায় রেখে অবিলম্বে ওষুধের দাম গুলি কমানোর দাবিতে এদিন তারা সংগঠনের রাজ্য সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজার নির্দেশে এই কর্মসূচিতে শামিল হয়েছেন।
এদিন দিনহাটা মহকুমা হাসপাতালে কর্মসূচি চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সহ সভাপতি তথা দিনহাটা মহকুমা হাসপাতালের চিকিৎসক কল্লোল ব্যানার্জি, চিকিৎসক তথা হাসপাতাল সুপার রনজিৎ মন্ডল, চিকিৎসক উজ্জ্বল আচার্য, চিকিৎসা গৌতম গাঙ্গুলি সহ দিনহাটা মহকুমার বিভিন্ন চিকিৎসকরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊