ফুল দিয়ে অভ্যর্থনা, পানীয় জল বিতরণ, সম্প্রীতির রাম নবমী শিলিগুড়িতে



নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি


রামনবমীর মিছিলে হিন্দু মুসলিম ভাইদের একসাথে পানীয় জল বিতরণ! ফুল দিয়ে অভ্যর্থনা, সম্প্রতির অনন্য ঐক্য। ধর্ম যার যার উৎসব সবার, শিলিগুড়িতে রামনবমী উৎসবকে ঘিরে সম্প্রতির বার্তা। এমনই চিত্র দেখা গেল ভেনাস মোড় এলাকায়।

হিন্দু মুসলিম ভাইরা একসাথে যে রামনবমী উপলক্ষে আগত মিছিল গুলিতে উপস্থিত মানুষদের পানীয় জল বিতরণ করছেন এবং ফুল দিয়ে তাদের অভিবাদন জানাচ্ছেন। সম্প্রীতির অন্যান্য নজির চোখে পড়ল এদিন। রামনবমী উপলক্ষে গোটা শহর উৎসবমুখর। এবং এই রামনবমী উপলক্ষে লক্ষ্য করা যায় বিভিন্ন বর্ণাঢ্য শোভাযাত্রা।

ভেনাস মোর এলাকা ছিল জমজমাট, জনসাধারণের জন্য পানীয় জলের ব্যবস্থা করা হয় পাশাপাশি ফুল দিয়ে সকলকে অভ্যর্থনা জানানো হয়। এ বিষয়ে তারা জানান সম্প্রতির বার্তা দিতেই তাদের এরকম কর্মসূচি।