সুপার ওভারে রাজস্থানের বিরুদ্ধে নাটকীয় জয় পেল দিল্লী ক্যাপিটালস 

DC vs RR


চলতি আইপিএলের ৩২ তম ম্যাচের নির্ণয় হলো সুপার ওভার। দিল্লী ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ গড়ায় সুপার ওভারে।‌ আর সুপার ওভার জয় ছিনিয়ে নিল দিল্লী ক্যাপিটালস। সুপার ওভারে প্রথম ব্যাটিং করতে নেমে ৫টি বল খেলেই শেষ হয় রাজস্থান রয়্যালসের ইনিংস। ৫ বলে দুইটি উইকেট খুইয়ে ১১ রান তোলে তাঁরা। রান আউট হলেন রিয়ান পরাগ এবং যশস্বী জয়সওয়াল। শিমরন হেটমেয়ার করেন ৫ বলে ৭ রান। জবাবে ব্যাট করতে নেমে প্রথম তিন বলে ৭ রান তোলে রাহুল। চতুর্থ বলেই ছক্কা হাঁকিয়ে জয় ছিনিয়ে নেয় স্টাবস।

এদিন দিল্লী ক্যাপিটালস পোরেলের ৪৯, রাহুলের ৩৮, স্টাবসের ৩৪ এ ভর করেই ৫ উইকেট হারিয়ে ১৮৮ রান তোলে নির্ধারিত ২০ ওভারে‌।‌ জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট খুইয়ে ১৮৮ রান তুলে ম্যাচকে সুপার ওভারে গড়িয়ে দেয় রাজস্থান। নীতিশ ও যশয়োলের ৫১ করে রানের ইনিংস, জুরেল ২৬ ও সঞ্জুর ৩১ রান দিয়ে ড্র করে রাজস্থান। ম্যাচ সুপার ওভারে গড়ালেই সহজে জয় ছিনিয়ে নেয় রাহুলরা।

বুধবারের দিল্লি-রাজস্থান ম্যাচে তেমন তারকাসুলভ পারফরম্যান্স নেই কারও। শেষ বেলায় ‘নায়ক’ হয়ে গেল সুপার ওভার। প্রতিযোগিতার ৩২তম ম্যাচে প্রথম হল সুপার ওভার।