বাড়বে চীন সীমান্তে ভারতীয় সেনার লজেস্টিক সাপোর্ট

Defence Minister to inaugurate road through Jalpaiguri jungle to China border


দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে টানাপোড়নে মাঝেই ভারত - চিন সীমান্ত সুরক্ষা বিষয়ে কয়েক ধাপ এগিয়ে যেতে চলছে দেশ।

হিমালয় অঞ্চলের মধ্যে একদিকে যেমন সিকিমে অবস্থিত নাথুলা সীমান্ত ভারতের কাছে বিশেষ অগ্রাধিকার রাখে ,ঠিক তেমনটাই অরুণাচল রাজ্যের ডোকলাম সাম্প্রতিক সময়ে বিশেষ নজরে রয়েছে ভারতীয় সেনা বাহিনীর চোখে।

এই অঞ্চলে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত সেনাকে লজেস্টিক সাপোর্ট পৌছে দিতেই জলপাইগুড়ির মেটলি এবং নাগরা কাটা থানার মধ্যবর্তী অংশের খুনিয়া মোড় থেকে চাপরা মারি জঙ্গলের বুক চিরে বর্ডার রোড অর্গানাইজেশন,( বি আর ও) দারা বিশেষ রাস্তা নির্মাণের প্রথম ১২ কিলোমিটার , খুনিয়া মোড় থেকে কুমানি পর্যন্ত দীর্ঘ পথের উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২২ শে এপ্রিল । দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভার্চুয়ালি এই পথের উদ্বোধন করবেন। আর এতেই সাজো সাজো রব খুনিয়া মোড়ে।

এদিকে চলছে উদ্বোধনের দিনে আগত সেনা বাহিনী, বি আর ও,আধিকারিক সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গকে স্বাগত জানাতে তোরণ সহ অনুষ্ঠান মঞ্চ তৈরির কাজ।

এই প্রসঙ্গে বি আর ও কর্মী হরিশ গোয়ালা জানান, আগামী ২২ শে এপ্রিল দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রথম ধাপের ১২ কিলোমিটার রাস্তার উদ্বোধন করবেন, সে দিনের অনুষ্ঠানের জন্য প্রস্তুতি চলছে।

অপরদিকে দীর্ঘ সময় ধরে এই পথ দিয়ে যাতায়াত করে আসা স্থানীয় বাসিন্দা শিব এক্কা বলেন, নতুন রাস্তাটি অনেক চওড়া ,এর ফলে জঙ্গল পথে যেতে অনেকটাই সুবিধে এবং বিপদের ঝুঁকি কমে যাবে, কারণ জঙ্গল আর রাস্তার দুরত্ব বেড়ে যাওয়ায় বন্য প্রাণীদের থেকে অনেকটাই রক্ষা পাওয়া যাবে।