সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সভার CPIM-র

cpim


সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দিনহাটায় সি.পি.আই.(এম)-এর প্রতিবাদ মিছিল ও সভা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলা ও হত্যার ঘটনার প্রতিবাদে এবং সামগ্রিকভাবে সন্ত্রাসবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দিনহাটায় এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)।


“মানবতার শত্রু সন্ত্রাসবাদ, মৌলবাদ নিপাত যাক” — এই আহ্বানে সাড়া দিয়ে মিছিলটি দিনহাটার প্রমোদ দাশগুপ্ত ভবন থেকে শুরু হয়ে চওড়াহাট বাজার হয়ে চৌপথীতে গিয়ে শেষ হয়। মিছিল শেষে চৌপথীতেই এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।


সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভাস্থল হয়ে ওঠে জনসমুদ্র। সভায় উপস্থিত ছিলেন সি.পি.আই.(এম)-এর বর্ষিয়ান নেতা তারাপদ বর্মন, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য প্রবীর পাল, জেলা কমিটি সদস্য শুভ্রালোক দাস ও এন্দাদুল হক্ এবং দিনহাটা এরিয়া কমিটির সম্পাদক জয় চৌধুরী।