পাকিস্তান রেঞ্জারস এর হাতে আটক বিএসএফ জওয়ান! ফেরাতে রাজি নয় পাক রেঞ্জার্স! 

Bsf

পাকিস্তান রেঞ্জারস এর হাতে আটক বিএসএফ জওয়ান, সমস্যার সমাধান নিয়ে সীমান্তে দুই বাহিনীর ফ্ল্যাগ মিটিং, কাশ্মীরে পেহেল জঙ্গি হামলা নিয়ে ভারত পাকিস্তান বিপ্লিক সম্পর্কের উত্তেজনা তুঙ্গে, এরই মধ্যে বিএসএফ জওয়ানকে আটক করলো পাকিস্তান রেঞ্জার্স। 



বৃহস্পতিবার ভারতীয় সেনার এক কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানান পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরের মোতাহীন ছিলেন ওই বিএসএফ জওয়ান, বুধবার বিকেলে ভুল করে তিনি সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ঢুকে পড়েন, তার মুক্তির জন্য বর্তমানে দুই বাহিনীর মধ্যে ফ্লাইট মিটিং চলছে বলে সূত্রের খবর। 


পাকিস্তানি হেফাজতে থাকা ওই বিএসএফ জোয়ানের নাম পিকে সিং, তিনি বিএসএফের ১৮২ তম ব্যাটেলিয়ানের কনস্টেবল, বুধবার বিকেলে তিনি ভারত সীমান্ত কৃষি জমি এর উপর ডিউটি করছিলেন, সেই সময় অসাবধানতাবশত ভারতীয় সেনাদের বেড়া বেরিয়ে পাকিস্তানি ভূখণ্ডে ঢুকে পড়েন তিনি, সূত্রের খবর ফিরোজপুর সীমান্ত পার হওয়ার সময় তাকে আটক করে পাকিস্তানি রেঞ্জার্স, আটকের সময় পিকে সিং এর সামরিক পোশাক ছিল, আটক বিএসএফ জওয়ান পিকে সিং এর বাড়ি হুগলির রিশরায়। 


স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবারই সীমান্ত পেরিয়ে ভুল করে পাকিস্তানে ঢুকে পড়েন ওই BSF জওয়ান। রাতেই BSF এবং পাক রেঞ্জার্সের মধ্যে একদফা ফ্ল্যাগ মিটিং হয়। জওয়ানকে ফিরিয়ে দিতে হবে বলে ভারতের তরফে দাবি তোলা হয়েছে। কিন্তু পাকিস্তান ওই BSF জওয়ানকে ফেরাতে রাজি হয়নি। আজ ফের দুই পক্ষের মধ্যে ফ্ল্যাগ মিটিং রয়েছে।


পশ্চিমবঙ্গের হুগলির বাসিন্দা এই বিএসএফ জওয়ান। পাকিস্তানি সংবাদমাধ্যম যে ছবি প্রকাশ করেছে, তাতে AK-47 রাইফেল এবং জলের বোতল-সহ ওই জওয়ানকে দেখা গিয়েছে। পরনে রয়েছে সেনার উর্দি। সূত্র মারফত জানা গিয়েছে, ১৮২ ব্যাটেলিয়নের অংশ পিকে সিংহ। ফিরোজপুর সীমান্তে মোতায়েন ছিলেন। কৃষকদেরে সঙ্গে হাঁটছিলেন তিনি। সেই সময় ভুল করে পাকিস্তানের এলাকায় ঢুকে পড়েন।