'আপাতত স্বস্তি! এই বছরের সব সমাধান হবে' আজকের সুপ্রিম রায় নিয়ে বললেন মুখ্যমন্ত্রী
২৬ হাজার চাকরি বাতিল মামলায় পর্ষদের আর্জি মেনে নিয়ে আপাতত দাগী নন এমন শিক্ষকদের স্কুলে যাওয়ার নির্দেশ দিলেন দেশের শীর্ষ আদালত। আর এরপরেই এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানালেন আপাতত স্বস্তি, এই বছরেই সব সমাধান হবে। প্রথমে ‘সাময়িক স্বস্তি’ বলেও পরে ‘বড় স্বস্তি’ বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘শিক্ষকরা স্কুলে যাবেন। এটা বড় স্বস্তির খবর। একটা স্বস্তি হলে তার উপর ভবিষ্যতের স্বস্তি নির্ভর করে।’’
৩১শে মের মধ্যে বিজ্ঞপ্তি ও ৩১ শেষ ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘আমি বলেছিলাম, আমরা দেখব যাতে চাকরিহারাদের কোনও অসুবিধা না হয়। আমরা সময় পেয়েছি। ২০২৬ পর্যন্ত বিষয়টা যাবে না। আশা করি, এ বছরের মধ্যেই সমাধান হয়ে যাবে। আশা করি আমরা ভুল করব না। আমি মানুষের কাজে ভুল করি না। নিজের কাজে ভুল করলেও মানুষের কাজে আমার ভুল হয় না।’’
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আগের রায়ে আদালত বলেছিল, বাতিল হওয়া শিক্ষকদের বেতন দেওয়া যাবে না। সেটি নিয়ে আমরা চিন্তা করছিলাম। বিকল্প পথের সন্ধান করছিলাম। এ বার তাঁদের বেতন দেওয়া যাবে।’’
যদিও দেশের শীর্ষ আদালত অশিক্ষক কর্মীদের জন্য আগের রায় বহাল রেখেছে শীর্ষ আদালত। সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আইনের বিষয়টি আমি দেখে নেব। আমাদের আইনজীবীরা দিল্লি থেকে ফিরুন।’’ শিক্ষাকর্মীদের উদ্দেশে মমতা বলেন, ‘‘চিন্তাটা আমার উপর ছেড়ে দিন। তাড়াহুড়ো করবেন না। সরকারের উপর আস্থা রাখুন। ভরসা রাখুন।’’
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊