Latest News

6/recent/ticker-posts

Ad Code

আপাতত নিয়োগ নয়, নয় সম্পত্তিতে বদল, ওয়াকফ নিয়ে কেন্দ্রকে জানিয়ে দিল সুপ্রিমকোর্ট

আপাতত নিয়োগ নয়, নয় সম্পত্তিতে বদল, ওয়াকফ নিয়ে কেন্দ্রকে জানিয়ে দিল সুপ্রিমকোর্ট

Waqf law


পরবর্তী শুনানি পর্যন্ত ঘোষিত ওয়াকফ সম্পত্তিতে বদল ঘটানো যাবে না, এমনকি বোর্ডেও নিয়োগ করা যাবে না বৃহস্পতিবার কেন্দ্রকে এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে একাধিক মামলা বুধবার ওঠে সুপ্রিমকোর্টে। বুধবারের পর আজও ছিল শুনানি। কেন্দ্রও জানিয়েছে, সুপ্রিম কোর্ট যে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে, তা তারা মানবে। মামলার পরবর্তী শুনানি ৫ মে।




বৃহস্পতিবার শুনানির শুরুতে প্রথমে সওয়াল করেছিলেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি জানান, কেন্দ্রের কাছে প্রচুর তথ্য জমা পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, বহু জমি ওয়াকফ জমি হিসাবে নথিভুক্ত রয়েছে। নিজেদের সম্পত্তি নিয়ে প্রশ্ন রয়েছে বহু মানুষের মনে। এর পরেই সুপ্রিম কোর্টের কাছে রিপোর্ট জমা দেওয়ার জন্য সময় চায় কেন্দ্র। তার ভিত্তিতে কেন্দ্রকে এক সপ্তাহ সময় দিয়েছে শীর্ষ আদালত। নতুন ওয়াকফ আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলা হয়েছিল। তার প্রেক্ষিতে কেন্দ্রকে জবাব দিতে বলেছে সুপ্রিম কোর্ট। গতকাল শীর্ষ আদালত ওয়াকফ নিয়ে অন্তবর্তী রায় দিতে চাইলেও কেন্দ্রের আইনজীবী সময় চান। এরপর একদিনের সময় দেয় আদালত। আজ ফের সাতদিনের সময় দিল আদালত।

বিচারপতি বলেন, ‘‘আমরা আগেই বলেছি, এই আইনে কিছু ভাল দিক অবশ্যই রয়েছে। এই পুরোপুরি স্থগিত করে দেওয়ার কথা কখনওই বলা হয়নি। কিন্তু আমরা চাই না, এখন যা পরিস্থিতি, তা বদলে যাক। বিষয়টি এখনও আদালতে বিচারাধীন। পরিস্থিতি যাতে না বদলায়, সেটা আমাদের নিশ্চিত করতে হবে।’’

মামলাকারীদেরও উদ্দেশে সুপ্রিম কোর্টের নির্দেশ, পাঁচটি পিটিশন বাছাই করা হোক। ওই পাঁচটি পিটিশনকে প্রধান পিটিশন হিসাবে গণ্য করে শুনানি হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code