কোচবিহার শহরে চুরির ঘটনায় চাঞ্চল্য


Coochbehar news


কোচবিহার শহরে চুরির ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটে কোচবিহার শহরের ১৫ নম্বর ওয়ার্ডের তরুণ দল এলাকায়। জানা যায় কোচবিহার শহরের তরুণ দল এলাকায় রাজীব পাল নামে এক ব্যক্তি ফ্যামিলি নিয়ে ডক্টর অনির্বাণ সরকারের বাড়িতে ভাড়া থাকতেন। রাজীব পালের সন্তানের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর তারা কলকাতায় ঘুরতে গেছেন বলে জানা যায়। আর তারই সুযোগ নিয়ে ফাঁকা বাড়িতে টাকা-পয়সা, ক্যামেরা সহ বিভিন্ন জিনিস চুরি হয় বলে জানান এলাকাবাসী। 


এলাকাবাসী সূত্রে জানা যায় হঠাৎ রাজীব পালের বাড়িতে কাজের মাসি কাজ করতে ঢোকার সময় দেখতে পারেন যে ঘরের তালা ভেঙে ঘর অগোছালো অবস্থায় রয়েছে।। এরপরেই তিনি বাড়ির মালিক কে ডাক দেন। এরপর বাড়ির মালিক এসে দেখতে পারেন সেই ভাড়া দাওয়া ভাড়াটিয়ার ঘরে চুরি হয়েছে। আর একে একে এলাকাবাসী ও সেই খবর শুনে ছুটে আছে। এরপর সেই বাড়ির মালিক সেই ভাড়াটিয়া ব্যক্তি কে ফোন করে সমস্ত কিছু জানান। 


তারপর সেই খবর পেয়েই ভাড়াটিয়া মালিক খবর দেন কোচবিহার কোতোয়ালি থানার পুলিশকে। পুলিশ এসে পুরো ঘটনা তদন্ত শুরু করবে বলে জানা যায়।