রাজনৈতিক রঙ ভুলে রাম নবমীর মিছিলে পা মেলালেন বিজেপি-তৃণমূল
রামনবমী উপলক্ষে দিকে দিকে চলছে মিছিল। রাজনৈতিক রঙ ভুলে সকলে মিলে মিশে উদযাপন করছেন রামনবমী। তাই এদিন দুবরাজপুরে রাম নবমীর শোভাযাত্রায় পা মেলাতে দেখা গেল বিজেপি ও তৃণমূল নেতাদের। দুবরাজপুর শহরে জয় শ্রীরাম সেবা সমিতির পরিচালনায় রাম সীতা মন্দির থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রা এখান থেকে বেরিয়ে দুবরাজপুর শহর পরিক্রমা করে পন্ডিতপুর পর্যন্ত যায়।
উল্লেখ্য, ভোটের সময় তো রাজনৈতিক দল গুলো একে অপরের সাথে কাদা ছোড়াছুড়ি করতে ব্যস্ত থাকে। কিন্তু আজ রাম নবমীর দিনে ভগবান শ্রী রামের এই শোভাযাত্রা রাজনৈতিক দল গুলোকে এক জায়গায় করে দিল। তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি মলয় মুখার্জি জানান, এটা তো বিজেপি তৃণমূলের মিছিল নয়। রাম নবমী উৎসব সবারই জন্য। এখানে কোনো রাজনীতি নাই। এখানে সবাই একসাথে আছি।
পাশাপাশি দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে জানান, এটা কোনো রাজনৈতিক দলের প্রোগ্রাম নয়। তাই বিজেপি তৃণমূল কোনো কথা নয়। রাম নবমী উপলক্ষে দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন, জ্লের ব্যবস্থা করে দিয়েছি।
অন্যদিকে দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা জানান, রাম সকলের। আজ সারা ভারত রামময়। তৃণমূলীদের উদ্দেশ্যে কটাক্ষ করে বলেন, তাঁরা একসময় আলাদা করে রাম নবমী করতে চেয়েছিলেন। কিন্তু আজকে তাঁদের দেখা যায় না। তাঁরা করতেও পারছেন না। তাই তাঁদেরকে ঠিক করতে হবে তাঁরা রাম নবমীতে থাকবেন কিনা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊