Big Breaking News: আগামীকাল এসএসসি ২০১৬ মামলার চূড়ান্ত রায় ঘোষণা

Big Breaking News: আগামীকাল এসএসসি ২০১৬ মামলার চূড়ান্ত রায় ঘোষণা



আগামীকাল অর্থাৎ ৩ এপ্রিল সকাল ১০:৩০ টায় এসএসসি ২০১৬ এর চূড়ান্ত রায় ঘোষণা হবে সুপ্রিম কোর্টে। এই রায়ের দিকে তাকিয়ে পশ্চিমবঙ্গের মানুষ।

বাতিল হবে সমস্ত প্যানেল না যোগ্য-অযোগ্য পৃথকীকরণ হবে নাকি সমস্ত প্যানেলই বহাল থাকবে, এবার সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় রাজ্যের মানুষ। এই রায়ের অপেক্ষায় তাকিয়ে রয়েছে আন্দোলনকারী হাজার হাজার যোগ্য শিক্ষক, শিক্ষাকর্মী।

প্রসঙ্গত, এসএসসি ২০১৬ মামলার শুনানি আগেই শেষ হয়েছে। CJI জাজমেন্ট রিজার্ভ রেখেছিলেন। আগের শুনানিগুলোতে মামলায় সব পক্ষের বক্তব্য শোনেন বিচারপতিরা। তবে যোগ্য ও অযোগ্য প্রার্থীদের কীভাবে আলাদা করা যাবে, সেই প্রশ্ন করেছিলেন প্রধান বিচারপতি। যার উত্তর কোনও পক্ষ দিতে পারেনি। 

এই মামলাই যখন কলকাতা হাইকোর্টে চলছিল তখন বিচারপতি রায় দিয়েছিলেন ২৬ হাজার জনের চাকরি বাতিল করতে হবে। আর সেই রায়ের বিরোধিতা করেই সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল এই মামলা। 

যে সকল গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে সুপ্রীম কোর্টে-
  • আসল ওএমআর শিট নেই। 
  • পঙ্কজ বনসলের সংস্থা থেকে যে তথ্য মিলেছে তার সঙ্গে কমিশনের তথ্যের মিল নেই। 
  • কোনটি আসল এটা কেউ বলতে পারছে না। ফলে যোগ্য ও অযোগ্য বাছাই করার ক্ষেত্রে আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। 
  • এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। হাই কোর্টের রায়কেই সমর্থন করেছে তদন্তকারী সংস্থা।