কোচবিহারের একটি হোটেলের নিরাপত্তারক্ষীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য গোটা এলাকায়

Coochbehar news


কোচবিহারের একটি হোটেলের নিরাপত্তারক্ষীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য গোটা এলাকায়। পুলিশ সূত্রের খবর মৃত ওই ব্যক্তির নাম বাপ্পা মোদক তার বাড়ি কোচবিহার ১ নং ব্লকের পুরান টাপুরহাট সংলগ্ন এলাকার ছাট গোকুলের খুঁটি গ্রামে তার বয়স ২৬ বছর। গোটা এলাকা জুড়ে শোকের ছায়া।

রোজকার মতনই সে রবিবার রাত আটটা নাগাদ তার বাড়ি থেকে ওই হোটেলে ডিউটিতে যায় তবে সোমবার তার মৃতদেহ উদ্ধার হয় হোটেলে থেকে। খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। মৃত দেহটি উদ্ধার করে ময়না তদন্তে জন্য কোচবিহার এম জিএন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওই এলাকার পঞ্চায়েতের অভিযোগ হোটেলের পক্ষ থেকে বলা হচ্ছে সেই যুবক স্ট্রোক হয়ে মারা গেছে তবে তার বাড়ির লোক বিষয়টি জানেন না তিনি মর্গে এসে সেই মৃত যুবককে দেখেন এবং তিনি লক্ষ্য করেন গলার দু'পাশেই দাগ রয়েছে তার মনে একটি সন্দেহ জাগে নিশ্চয়ই কেউ কিছু করেছেন।

সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে হোটেলের পক্ষ থেকে তাদের নিষেধ করে দেয় হোটেলের পক্ষ থেকে জানায় তাদেরকে কোনমতেই সিসিটিভি ফুটেজ দেখতে দেবে না শুধুমাত্র পুলিশকেই দেখতে দেবে।

এই বিষয়ে তিনি আরো প্রশ্ন তোলেন ছেলেটি যদি এইরকম হয় তাহলে হোটেলের মালিকের নিজস্ব নার্সিংহোম থাকতেও কেন তাকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করানো হলো। কে করল ভর্তি সেটাও এখনো পর্যন্ত জানতে পারা গেল না।