Virat Kohli: ওয়ানডে র্যাঙ্কিংয়ে আরও এগোলেন কিং কোহলি
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি হাতছাড়া করলেও ৮৪ রানের দুরন্ত ইনিংস ভারতকে ফাইনালে যেতে গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছে। আর তার উপহারেই ক্রম তালিকায় এগিয়ে গেলেন ভারতীয় দলের অন্যতম ব্যাটার কিং কোহলি।
গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরির পর সেমিফাইনালে অজিবাহিনীর বিরুদ্ধে মূল্যবান ইনিংস খেলেনা বিরাট। মঙ্গলবার দুবাইয়ে ৯৮ বলে ৮৪ রান করে বল বাউন্ডারিতে পাঠাতে গিয়ে আউট হন তিনি। আর এরপরেই আইসিসির ক্রম তালিকায় একধাপ উঠে পাঁচ থেকে চারে এলেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে ওয়ানডেতে বিরাটের র্যাঙ্কিং ছিল ৬। বাংলাদেশের বিরুদ্ধে রান না পেলেও পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকান বিরাট। আর তারপর ৬ থেকে ৫-এ উঠে আসেন বিরাট। এরপর অজিদের বিরুদ্ধে ৮৪ রানের ইনিংসে ভর করে রোহিতকে টপকে এবার পাঁচ থেকে চারে উঠলেন কোহলি।
আইসিসি ওডিআই ক্রম তালিকায় বিরাটের আগে রয়েছেন ভারতীয় তারকা শুভমান গিল (৭৯১ পয়েন্ট), পাকিস্তানের বাবর আজম (৭৭০ পয়েন্ট), দক্ষিণ আফ্রিকার হেনরিচ ক্লাসেন (৭৬০ পয়েন্ট)। বিরাটের ঝুলিতে ৭৪৭ পয়েন্ট।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊