ফাইনালে ৪৭ রান করলেই রেকর্ড গড়বে কোহলি!
চলছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ। ইতিমধ্যে প্রথম পর্বে ব্যাটিং করেছে নিউজিল্যান্ড। ২৫১ রানের ইনিংস গড়েছে কিউইরা। এবার ভারতের ব্যাটিং। ২৫২ রান তুললেই জয় ছিনিয়ে নেবে ভারত। তবে বিরাট কোহলির একার দরকার ৪৭ রান। ৪৭ রান করলেই রেকর্ড গড়বেন বিরাট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়তে পারেন বিরাট কোহলি। যে রেকর্ড এখন রয়েছে ক্রিস গেলের। রবিবার কোহলি ৪৬ রান করলেই টপকে যাবেন ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটারকে।
ক্যারিবিয়ান ব্যাটার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৭টি ম্যাচে ৭৯১ রান করেছেন। কোহলি ১৭ ম্যাচে করেছেন ৭৪৬ রান। রবিবার ৪৬ রান করলেই গেলকে টপকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়তে পারেন বিরাট কোহলি। এদিকে এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও পর্যন্ত ২১৭ রান করেছেন কোহলি। আজ ১১ রান করলেই দ্বিতীয় স্থানে থাকা বেন ডেকেটকে টপকাতে পারবেন বিরাট। আবার ৪৭ রান করলে টপকে যাবেন রাচিন রবীন্দ্রকে। শীর্ষে রয়েছেন নিউ জ়িল্যান্ডের রাচিন রবীন্দ্র। রবিবার তিনি ৩৭ রান করেন। রাচিনের মোট রান ২৬৩।
শুধু তাই নয় ৫৫ রান করতে পারলে এক দিনের ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসার সুযোগও রয়েছে কোহলির কাছে। এক দিনের ক্রিকেটে কোহলি ১৪,১৮০ রান করেছেন। দ্বিতীয় স্থানে থাকা কুমার সঙ্গকারা ১৪,২৩৪ রান করেছেন। এখন দেখার কি করে বিরাট!
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊